ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সুবর্ণ জয়ন্তীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিডি.টুনসম্যাগ.কম ছবি: সংগৃহীত ঢাকা: ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের ৫০বছর পূর্তি উপলক্ষে নানারূপ আয়োজনের অংশ হিসেবে বর্তম...
https://bd.toonsmag.com/2014/11/26_26.html
বিডি.টুনসম্যাগ.কম
ছবি: সংগৃহীত |
ঢাকা: ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের ৫০বছর পূর্তি উপলক্ষে নানারূপ আয়োজনের অংশ হিসেবে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার স্কুল মিলনায়তনে সকাল ১০টায় সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ সেলিনা বানু ও ফিরোজা আক্তারসহ অন্যান্য শিক্ষকদের সাথে প্রাক্তন ছাত্র, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক রফিকুল ইসলাম, নৃত্য শিল্পী, প্রশিক্ষক ও পরিচালক আতিকুর রহমান উজ্জলসহ প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং ইউলেসার কর্মকর্তা ও উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন, গান, নাচ ও আবৃত্তি প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। প্রতিষ্ঠিত শিল্পীগণ বিচারক হিসেবে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করেছেন।