ডক্টরস উইথ আউট বর্ডারস কার্টুন প্রদর্শনী, অসলো নরওয়ে ২০১৪

বিডি.টুনসম্যাগ.কম আগামী শনিবার ২৯ নভেম্বর ২০১৪ থেকে ডক্টরস উইথ আউট বর্ডারস শিরোনামে কার্টুন প্রদর্শনী'র উদ্বোধন হতে যাচ্ছে। উক্ত প্...

বিডি.টুনসম্যাগ.কম
আগামী শনিবার ২৯ নভেম্বর ২০১৪ থেকে ডক্টরস উইথ আউট বর্ডারস শিরোনামে কার্টুন প্রদর্শনী'র উদ্বোধন হতে যাচ্ছে।
উক্ত প্রদর্শনীতে ৯ জন নরওয়েজিয়ান কার্টুনিস্টদের কার্টুন সহ বাংলাদেশী কার্টুনিস্ট আরিফুর রহমানের কার্টুন থাকবে।  সকলের ৩ টি করে অর্থাত সর্বমোট ৩০ টি কার্টুন প্রদর্শিত হতে যাচ্ছে।
প্রদর্শনীতে যাদের কার্টুন স্থান পেয়েছে তারা হলেন:
১. ফিন গ্রাফ
২. মারভিন হাল্লেরাকের (নরওয়ে)
৩. এগিল নিহুস (নরওয়ে)
৪. ফিরুজ কুতাল (তুরস্ক /নরওয়ে)
৫. শিরি দক্কেন (নরওয়ে)
৬. কার্ল গুন্দের্সেন (নরওয়ে)
৭. হার্বিযর্ন স্কুগ্স্তাদ (নরওয়ে)
৮. হারাল্ড স্কাউগে (নরওয়ে)
৯. রাগনা হান্দ্রুম (নরওয়ে)
১০. আরিফুর রহমান (বাংলাদেশ)

উদ্বোধনের সময় ২৯ নভেম্বর  বিকেল ৩ টা।  এছাড়া প্রতিদিন দুপুর ১ টা থেকে সন্ধা ৬ টা, এবং শনি ও রবিবার  দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।
উক্ত প্রদর্শনী ২৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

এই বিভাগে আরো আছে

সংবাদ 4523020690267197076

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- bangla@toonsmag.com এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item