অফিস গসিপ
বিডি.টুনসম্যাগ.কম কলিগঃ আরে! শুনেছেন নাকি ভাই, কাঁচামরিচ তো জব্বর খেলা দেখাচ্ছে, ৫০০ ছাড়িয়ে গেছে। টেকনিক আলীঃ হু! এটা আর কি এমন ব্যাপার! কল...
https://bd.toonsmag.com/2024/10/1501.html
বিডি.টুনসম্যাগ.কম
কলিগঃ আরে! শুনেছেন নাকি ভাই, কাঁচামরিচ তো জব্বর খেলা দেখাচ্ছে, ৫০০ ছাড়িয়ে গেছে।
টেকনিক আলীঃ হু! এটা আর কি এমন ব্যাপার!
কলিগঃ কেন ভাই? আপনি তরকারিতে কাঁচামরিচ খান না মনে হয়?
টেকনিক আলীঃ নারে ভাই। অফিস থেকে বাসায় ফিরে রাতে খাওয়ার আগে বউয়ের কন্ট্রোল প্যানেলে ঢুকে ‘রিসেট বাটন’ চেপে দিই! ব্যাস আর কি লাগে, তরকারিতে ঝাল-তেল-নুন সবই অটো সেট হয়ে যায়।
আসিফ আল মাহমুদ
চট্টগ্রাম