রিসেট বাটন
বিডি.টুনসম্যাগ.কম আসিফ আল মাহমুদ আজব দেশের, আজব মানুষ আজব কথার ঢং, বেজায় আজব কান্ডকারখানা আস্ত একখান সঙ! চলন-বলনে পাক্কা সাহেব ভাবখানা...
https://bd.toonsmag.com/2024/10/1901.html
বিডি.টুনসম্যাগ.কম
আসিফ আল মাহমুদ
আজব দেশের, আজব মানুষ
আজব কথার ঢং,
বেজায় আজব কান্ডকারখানা
আস্ত একখান সঙ!
চলন-বলনে পাক্কা সাহেব
ভাবখানা ‘সবজান্তা’,
মুখ ফস্কে বেফাঁস বুলিতে
ঘি ঢেলে খায় পান্তা!
সিন্ডিকেটের পকেটে বাজার
রিয়্যালি আনফেয়ার!
অথরিটি দেয় মিছে হুংকার
থোড়াই করে কেয়ার।
‘রিসেট বাটন’ চাপলেই নাকি
অতীত মোছা যায়!
কথাখানি নেহাত রিডিকুলাস
কাঁর না হাসি পায়!
কোথায় পাব এমন জাদু
জবরদস্ত কেরামতি,
একবার হাতে পাই যদি
দেখাব তেলেসমাতি!
চট্টগ্রাম