শিল্পাচার্যের জন্মশতবার্ষিকীতে ময়মনসিংহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ময়মনসিংহ সংবাদদাতা বিডি.টুনসম্যাগ.কম শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম শতবার্ষিকীতে ময়মনসিংহে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে...
https://bd.toonsmag.com/2014/12/3001.html
ময়মনসিংহ সংবাদদাতা
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম শতবার্ষিকীতে ময়মনসিংহে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মোট চারটি বিভাগে বিভক্ত করা হয়।
ক-বিভাগে ১৩৬ জন, খ-বিভাগে ১৪৫ জন, গ-বিভাগে ৬৫ জন এবং ঘ-বিভাগে ২৮ জনসহ মোট ৩৭৪ জন শিশুশিল্পী অংশগ্রহণ করে।
জয়নুল আবেদিন সংগ্রহ শালার উপ-কীপার ড. বিজয় কৃষ্ণ বনিক জানান, আগামী ৩০ ডিসেম্বর বিকেলে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, লোক ও কারুশিল্প এবং পুষ্প ও পিঠা মেলা, জয়নুল শিশু চারুপীঠের ছাত্র/ছাত্রীদের চিত্রকর্ম প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর।