বিজয়ের বানী
এইচ.এম আলমগীর বিডি.টুনসম্যাগ.কম রক্তিম ঊষা কিনব বলে নিশীর সাথে যুদ্ধ, সৃংখলাতা ভাংবো বলে আমি ভিষণ ক্ষুব্দ। ভয় করিনা নিন্দুকেরে ভয় করিনা...

https://bd.toonsmag.com/2016/03/26258.html
এইচ.এম আলমগীর
বিডি.টুনসম্যাগ.কম
রক্তিম ঊষা কিনব বলে
নিশীর সাথে যুদ্ধ,
সৃংখলাতা ভাংবো বলে
আমি ভিষণ ক্ষুব্দ।
ভয় করিনা নিন্দুকেরে
ভয় করিনা যম,
রক্তে মাংসে মানুষ আমি
শক্তি কিসের কম।
দূর্গম গিরি পাড়ি দিয়ে
চলি গড়তে বসতি,
বাধা বিপত্তির নয়কো আপোস
নয় কোনো মিনতি।
নাবিক বেশে সৈকত শেষে
উদ্ধার করবো চর,
হিংস্র বেশী ঢেউগুলিতে
লাগিয়ে দেবো ডর।
সত্য শক্তি মনুষত্বের জয়
সেতো থাকবে চিরকাল,
আধার কালো সরিয়ে দূরে
উড়াই বিজয় পাল।
বিডি.টুনসম্যাগ.কম
রক্তিম ঊষা কিনব বলে
নিশীর সাথে যুদ্ধ,
সৃংখলাতা ভাংবো বলে
আমি ভিষণ ক্ষুব্দ।
ভয় করিনা নিন্দুকেরে
ভয় করিনা যম,
রক্তে মাংসে মানুষ আমি
শক্তি কিসের কম।
দূর্গম গিরি পাড়ি দিয়ে
চলি গড়তে বসতি,
বাধা বিপত্তির নয়কো আপোস
নয় কোনো মিনতি।
নাবিক বেশে সৈকত শেষে
উদ্ধার করবো চর,
হিংস্র বেশী ঢেউগুলিতে
লাগিয়ে দেবো ডর।
সত্য শক্তি মনুষত্বের জয়
সেতো থাকবে চিরকাল,
আধার কালো সরিয়ে দূরে
উড়াই বিজয় পাল।