স্বাধীনতা কয় কারে
-সৈয়দ শরীফ বিডি.টুনসম্যাগ.কম . আজ বলবো, বলবো রে ভাই স্বাধীনতা কয় কারে, নির্ভয়েতে নিশান উড়াই; স্বাধীনতা কয় তারে। ...
https://bd.toonsmag.com/2016/03/26211.html
-সৈয়দ শরীফ
বিডি.টুনসম্যাগ.কম
.
বিডি.টুনসম্যাগ.কম
.
আজ বলবো, বলবো রে ভাই
স্বাধীনতা কয় কারে,
নির্ভয়েতে নিশান উড়াই;
স্বাধীনতা কয় তারে।
.
মাতৃভাষায় ভাষায় কথা বলি
এটাই বড় জয়টা রে,
হায়নারা আর ছুড়েনা গুলি
ভুলেই গেছি ভয়টারে।
.
হিন্দু-মুসলিম ভাই ভাই মোরা
কোরোনা তার ক্ষয়টা রে।
সংখ্যালঘুদের হামলা করা
স্বাধীনতা নয় তা রে।
.
ধর্মের হিংসা আকলে বুকে
স্বাধীনতা হয়না রে,
কোনো কারনে খুন করাকে
স্বাধীনতা কয়না রে।