এমন লোকের জন্য
এইচ.এম আলমগীর বিডি.টুনসম্যাগ.কম দান মেরে ফাইল ছাড়ে এই নিয়েই ব্যাস্ত, সুদ খায়, ঘুস খায় খায় গরু আস্ত। হাটে হাটে, মাঠে ঘাটে ...
https://bd.toonsmag.com/2015/09/23100.html
এইচ.এম আলমগীর
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
দান মেরে ফাইল ছাড়ে
এই নিয়েই ব্যাস্ত,
সুদ খায়, ঘুস খায়
খায় গরু আস্ত।
হাটে হাটে, মাঠে ঘাটে
টাকা নিয়ে ঘুরে ফিরে
কিনবে গরু সবচেয়ে বড়
তাই শুধু খোঁজ করে।
বাজারের সেরা ক্রেতার
মেডেল পাওয়ার দিন গুনে,
থাকতে ফ্রিজ তবুও আরো
নতুন একটা ফ্রিজ কিনে।
গরিব দুঃখি ক্ষিধায় মরুক
দেখার মতো নাই সময়,
কোরবানী দিয়ে খ্যাতি পাবে
সেই আশাতে ব্যাস্ত রয়।
এই সমাজে এমন লোকের
দেখা মিলে সব খানে,
গরিব দুঃখি তাইতো কাঁদে
খুশির ঐ ঈদের দিনে।