টিকিট চাই
এইচ.এম আলমগীর বিডি.টুনসম্যাগ.কম টিকিট যেনো সোনার হরিণ ধরতে চাইলে নাইরে নাই, কি করলে অমূল্য ধন সোনার হরিণ টিকিট পাই? লাইনে দাড়িয়ে অপেক্ষ...
https://bd.toonsmag.com/2015/09/23131.html
এইচ.এম আলমগীর
বিডি.টুনসম্যাগ.কম
টিকিট যেনো সোনার হরিণ
ধরতে চাইলে নাইরে নাই,
কি করলে অমূল্য ধন
সোনার হরিণ টিকিট পাই?
লাইনে দাড়িয়ে অপেক্ষাটা
শুরু হয় সেই ভোর বেলা,
এরই মধ্যে খবর আসে
টিকিট বেচার শেষ পালা।
টিকিট ছাড়া খালি হাতে
ফিরতে হয় বাসায় রোজ,
রাতে ফুরালে আবার শুরু
সোনার হরিণ টিকিট খোঁজ।
নাড়ির টানে বাড়ি ফেরা
তাইতো চেষ্টা থেমে নাই,
সকল ক্লান্তি মুছে যাবে
টিকিট যদি হাতে পাই।
যতোই কষ্ট হোক তবু ভাই
ফিরতে বাড়ি টিকিট চাই।
বিডি.টুনসম্যাগ.কম
টিকিট যেনো সোনার হরিণ
ধরতে চাইলে নাইরে নাই,
কি করলে অমূল্য ধন
সোনার হরিণ টিকিট পাই?
লাইনে দাড়িয়ে অপেক্ষাটা
শুরু হয় সেই ভোর বেলা,
এরই মধ্যে খবর আসে
টিকিট বেচার শেষ পালা।
টিকিট ছাড়া খালি হাতে
ফিরতে হয় বাসায় রোজ,
রাতে ফুরালে আবার শুরু
সোনার হরিণ টিকিট খোঁজ।
নাড়ির টানে বাড়ি ফেরা
তাইতো চেষ্টা থেমে নাই,
সকল ক্লান্তি মুছে যাবে
টিকিট যদি হাতে পাই।
যতোই কষ্ট হোক তবু ভাই
ফিরতে বাড়ি টিকিট চাই।