ঈদের গরু
আবু বকর হারুন বিডি.টুনসম্যাগ.কম ঈদের গরু কিনতে বাবা যাচ্ছে গরুর হাটে, সঙ্গে যাবার ইচ্ছে আমার মন টেকে না মাঠে। বায়না ধরি গ...
https://bd.toonsmag.com/2015/09/23105.html
আবু বকর হারুন
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
ঈদের গরু কিনতে বাবা
যাচ্ছে গরুর হাটে,
সঙ্গে যাবার ইচ্ছে আমার
মন টেকে না মাঠে।
বায়না ধরি গরুর হাটে
আমিও যাবো বাবা,
গরুর তো আর নখ বড় নয়
মারবে আমায় থাবা !
লাল টুকটুক ঈদের গরু
কিনবো হাটে গিয়ে,
গলায় দেবো নতুন মালা
ফিরবো গরু নিয়ে।
বাসায় গিয়ে আদর করে
খেতে দেবো ঘাস,
পিঠে মাথায় হাত বুলাবো
থাকবে না আর ত্রাস !