দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় সেরা রাজিব

বিডি.টুনসম্যাগ.কম নিউজ ডেস্ক,  ঢাকা:  দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কার্টুনিস্ট ফরিদুর রহমান রাজিব। ট্র...

বিডি.টুনসম্যাগ.কম

নিউজ ডেস্ক, ঢাকা: দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কার্টুনিস্ট ফরিদুর রহমান রাজিব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এই প্রতিযোগিতার ‘বি’ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আরাফাত করিম ও মেহেদী হক।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে প্রতিবছর টিআইবি এ প্রতিযোগিতার আয়োজন করে। পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেটের পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকা।
পুরস্কার জিতে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে ফরিদুর রহমান রাজিব বাংলামেইলকে বলেন, ‘আমরা কার্টুনের মাধ্যমে দেশবাসীকে দুর্নীতির বিষয়ে জাগিয়ে তুলতে চেষ্টা করছি।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগোল এসকেআর। তিনি বলেন, ‘বাংলাদেশে দরিদ্রতার কারণেই দুর্নীতি দিন দিন বাড়ছে। দরিদ্রতা থেকে মুক্তি পেলে দেশে দুর্নীতিও কমে আসবে।’
সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বলেন, ‘বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা কঠিন হলেও অসম্ভব নয়। সমাজের সকল স্তরের মানুষকে দুর্নীতির মাত্রা কমিয়ে আনতে একযোগে কাজ করতে হবে। তরুণরা এ ধরনের কাজে এগিয়ে আসলে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল প্রমুখ।

এই বিভাগে আরো আছে

সংবাদ 3254417015558689692

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- bangla@toonsmag.com এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item