বুলবুলি আর শিমুল ফুলের ভালবাসা
ওসমান বিন হোসাইন বিডি.টুনসম্যাগ.কম বুলবুলি: আজ তোমাকে কি সুন্দর লাগছে! এত টকটকে লাল পাও কোথায়? শিমুল ফুল: তোমাকেও খুব সুন্দর লাগছে, বি...
https://bd.toonsmag.com/2015/10/27732.html
ওসমান বিন হোসাইন
বিডি.টুনসম্যাগ.কম
বুলবুলি: আজ তোমাকে কি সুন্দর লাগছে! এত টকটকে লাল পাও কোথায়?
শিমুল ফুল: তোমাকেও খুব সুন্দর লাগছে, বিশেষ করে তোমার ঝুঁটিটা।
বুলবুলি: তোমাকে আমার খুব ভাল লাগে, মাঝেমাঝে মনে তোমাকে নিয়ে নীল আকাশে উড়ে যাই।
শিমুল ফুল: হা..হা..হা...কি গো বুলবুল সাহেব....আপনি তো মনে হয় আমার প্রমে পড়ে গেছেন।
বুলবুলি: তুমি যখন হাসতে থাক তোমার পাপরিগুলো আরো লাল হয়ে যায়। ইস!কি সুন্দর যে লাগছে! একটু ছুঁয়ে দেখি তোমায় শিমুল কণ্যা?
শিমুল ফুল: আগে একটা কবিতা শোনাও।
বুলবুলি: কবিতা?আমিতো কবি না!
শিমুল ফুল: শুনেছি প্রেমে পড়লে নাকি সবাই কবি হয়ে যায়।
বুলবুলি: হুম, দাঁড়াও চেষ্টা করে দেখি:
লাল টুকটুক শিমুলকণ্যা
হাসছে দেখ ঐ...
সে হাসিতে খুন হয়েছি
কইরে তোরা কই...
শিমুল ফুল: খুব সুন্দর!
বুলবুলি: অনেক বেলা হয়ে গেছে, আজ তাহলে যাই শিমুল কণ্যা। কাল সকালে আবার দেখা হবে।
শিমুল ফুল: আর একটু থাক না, আমার খুব ভয় লাগছে।
বুলবুলি: আমাকে যেতেই হবে কাল সকালে তো আবার আসবোই.....বুলবুলিটা উড়ে চলে যাচ্ছে,আর শিমুল ফুলটা অসহায় চোঁখে তাকিয়ে আছে।
পরদিন সকালে বুলবুলিটা আবার ফিরে এসেছে, কিন্তু শিমুল ফুলটাকে গাছের ডালে দেখতে পাচ্ছে না। অনেক খুঁজাখুঁজির পর ফুলটাকে পাওয়া গেল গাছের তলায়, রাতের আধাঁরে কোন একসময় ফুলটা ঝরে যায়। লাল টকটকে শিমুল কণ্যারা খুবই অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে, কিছুদিন পর হারিযে যায় রাতের আধাঁরে। একদিন শিমুল কণ্যারা ঝরে যায় প্রকৃতির নিয়মে, আর বুলবুলিরা বেঁচে থাকে বুক ভরা শূন্যতা নিয়ে।
বিডি.টুনসম্যাগ.কম
বুলবুলি: আজ তোমাকে কি সুন্দর লাগছে! এত টকটকে লাল পাও কোথায়?
শিমুল ফুল: তোমাকেও খুব সুন্দর লাগছে, বিশেষ করে তোমার ঝুঁটিটা।
বুলবুলি: তোমাকে আমার খুব ভাল লাগে, মাঝেমাঝে মনে তোমাকে নিয়ে নীল আকাশে উড়ে যাই।
শিমুল ফুল: হা..হা..হা...কি গো বুলবুল সাহেব....আপনি তো মনে হয় আমার প্রমে পড়ে গেছেন।
বুলবুলি: তুমি যখন হাসতে থাক তোমার পাপরিগুলো আরো লাল হয়ে যায়। ইস!কি সুন্দর যে লাগছে! একটু ছুঁয়ে দেখি তোমায় শিমুল কণ্যা?
শিমুল ফুল: আগে একটা কবিতা শোনাও।
বুলবুলি: কবিতা?আমিতো কবি না!
শিমুল ফুল: শুনেছি প্রেমে পড়লে নাকি সবাই কবি হয়ে যায়।
বুলবুলি: হুম, দাঁড়াও চেষ্টা করে দেখি:
লাল টুকটুক শিমুলকণ্যা
হাসছে দেখ ঐ...
সে হাসিতে খুন হয়েছি
কইরে তোরা কই...
শিমুল ফুল: খুব সুন্দর!
বুলবুলি: অনেক বেলা হয়ে গেছে, আজ তাহলে যাই শিমুল কণ্যা। কাল সকালে আবার দেখা হবে।
শিমুল ফুল: আর একটু থাক না, আমার খুব ভয় লাগছে।
বুলবুলি: আমাকে যেতেই হবে কাল সকালে তো আবার আসবোই.....বুলবুলিটা উড়ে চলে যাচ্ছে,আর শিমুল ফুলটা অসহায় চোঁখে তাকিয়ে আছে।
পরদিন সকালে বুলবুলিটা আবার ফিরে এসেছে, কিন্তু শিমুল ফুলটাকে গাছের ডালে দেখতে পাচ্ছে না। অনেক খুঁজাখুঁজির পর ফুলটাকে পাওয়া গেল গাছের তলায়, রাতের আধাঁরে কোন একসময় ফুলটা ঝরে যায়। লাল টকটকে শিমুল কণ্যারা খুবই অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে, কিছুদিন পর হারিযে যায় রাতের আধাঁরে। একদিন শিমুল কণ্যারা ঝরে যায় প্রকৃতির নিয়মে, আর বুলবুলিরা বেঁচে থাকে বুক ভরা শূন্যতা নিয়ে।