মোবাইল ফোন
রুপম আহমেদ মঈন বিডি.টুনসম্যাগ.কম সারাদিন কতশত কল আসে ফোনে হ্যালো হ্যালো তারপর কথা কানে কানে । হাসাহাসি বাসাবাসি চলে সারাক্ষণ নিমেষেই দ...
https://bd.toonsmag.com/2015/01/0330.html
রুপম আহমেদ মঈন
বিডি.টুনসম্যাগ.কম
সারাদিন কতশত কল
আসে ফোনে
হ্যালো হ্যালো তারপর
কথা কানে কানে।
হাসাহাসি বাসাবাসি চলে সারাক্ষণ
নিমেষেই
দেয়া নেয়া হয়ে যায়
মন।
তারপর
দেখাদেখি কোন
একস্থানে
হাতে হাত
রাখা রাখি চলে দুজনে।
তারপর কিছু দিন ইয়ের
পর বিয়ে
হানিমুনে লন্ডন যায়
তাকে নিয়ে।
দেশটা তে ফিরে এসে চলে মাতামাতি
কিছু দিন পর পর
লাগে গুতাগুতি।
থামেনা তো কিছুতেই
করা দোষাদোষি
হাতাহাতি চুলাচুলি নিমেষেই
বেশী।
চলেনা তো এ
ভাবে জীবনটা যে আর
দিন রাত
ভাবাভাবি দোষ
টা যে কার?
ভেংগে যায়
ভালবাসা ভেংগে মন
সবকিছুর মূল কারণ
মোবাইল ফোন।
বিডি.টুনসম্যাগ.কম
সারাদিন কতশত কল
আসে ফোনে
হ্যালো হ্যালো তারপর
কথা কানে কানে।
হাসাহাসি বাসাবাসি চলে সারাক্ষণ
নিমেষেই
দেয়া নেয়া হয়ে যায়
মন।
তারপর
দেখাদেখি কোন
একস্থানে
হাতে হাত
রাখা রাখি চলে দুজনে।
তারপর কিছু দিন ইয়ের
পর বিয়ে
হানিমুনে লন্ডন যায়
তাকে নিয়ে।
দেশটা তে ফিরে এসে চলে মাতামাতি
কিছু দিন পর পর
লাগে গুতাগুতি।
থামেনা তো কিছুতেই
করা দোষাদোষি
হাতাহাতি চুলাচুলি নিমেষেই
বেশী।
চলেনা তো এ
ভাবে জীবনটা যে আর
দিন রাত
ভাবাভাবি দোষ
টা যে কার?
ভেংগে যায়
ভালবাসা ভেংগে মন
সবকিছুর মূল কারণ
মোবাইল ফোন।