ক্যালিফোর্ণিয়ায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনের আমন্ত্রন
টুনস ম্যাগ ডেস্ক: বাংলাদেশ জাতিয়তাবাদী দল ক্যালিফোর্ণিয়া মহান বিজয় দিবস উপলক্ষে লস্ এঞ্জেলেসের প্রবাসী বাঙ্গালী শিশু-কিশোরদের নিয়ে আয়...
https://bd.toonsmag.com/2014/12/8_8.html
টুনস ম্যাগ ডেস্ক: বাংলাদেশ জাতিয়তাবাদী দল ক্যালিফোর্ণিয়া মহান বিজয় দিবস উপলক্ষে লস্ এঞ্জেলেসের প্রবাসী বাঙ্গালী শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
আগামী ২১ ডিসেম্বর রবিবার ২০১৪, দুপুর ২:৩০ মিনিটে লস্ এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে (3191 W 4th St, Los Angeles, CA 90020) বাংলাদেশ জাতিয়তাবাদী দল ক্যালিফোর্ণিয়ার উদ্যোগে এ আয়োজন হতে যাচ্ছে।
বয়সভেদে ১ থেকে ৬ বছর বয়সীদের 'ক'-বিভাগ এবং ৭ থেকে ১২ বছর বয়সীদের 'খ' বিভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য প্রতিযোগীদের নিজ নিজ আকার সরঞ্জাম নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। কাগজ ও ক্রেয়ন সামগ্রী আয়োজকদের পক্ষ থেকে প্রদান করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নাম রেজিষ্ট্রেশন করার জন্য বাংলাদেশী কমিউনিটির সকল শিশু-কিশোরদের আমন্ত্রন জানানো হয়েছে।
প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নাম রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:
লায়েক আহমেদ ( আহবায়ক) : ৮১৮ ২৯৪ ১৫২৩
সৈয়দ নাসিরুদ্দিন জেবুল (যুগ্ম-আহবায়ক) : ৮১৮ ৬৪০ ২০৫৪
মারুফ খান (সদস্য সচিব) : ৪২৪ ২১৫ ৬৪৬১
এছাড়া bnpcaliforniausa@gmail. com এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।