সুইডেন থেকে কার্টুনিস্ট আরিফ কে আমন্ত্রণ
বিডি.টুনসম্যাগ.কম ডেস্ক ফটো: টিভি ৮ নরওয়ে ই ডব্লিউ ক মিউজিয়াম - সেন্টর ফর পলিটিকাল কার্টুনিস্ট (সুইডেন) নরওয়ে প্রবাসী বাংলাদেশী কা...
https://bd.toonsmag.com/2014/11/news.html
বিডি.টুনসম্যাগ.কম ডেস্ক
ফটো: টিভি ৮ নরওয়ে |
ই ডব্লিউ ক মিউজিয়াম - সেন্টর ফর পলিটিকাল কার্টুনিস্ট (সুইডেন) নরওয়ে প্রবাসী বাংলাদেশী কার্টুনিস্ট আরিফুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, সুইডেনে অনুষ্ঠিতব্য বাক-স্বাধীনতা বিষয়ক একটি কার্টুন প্রদর্শনীতে। উক্ত প্রদর্শনীতে আরিফুর রহমান সহ বিভিন্ন দেশের কার্টুনিস্টদের কার্টুন স্থান পেয়েছে।
এছাড়া আরিফুর রহমান সেখানে একটি সেমিনারে বক্তব্য রাখবেন।
উক্ত প্রদর্শনী ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।