কবি ফররুখ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
বিডি.টুনসম্যাগ.কম কবি ফররুখ দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে চিত্রাঙ্কন প্রত...
https://bd.toonsmag.com/2014/10/blog-post_99.html
বিডি.টুনসম্যাগ.কম
কবি ফররুখ দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ ঘটিকায় বিজয়নগরস্থ মহানগর মজলিস মিলনায়তনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন পরবর্তী সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক আবদুল জলিল।
শাখা সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মনসুরুল আলম মনসুর এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সদ্যবিদায়ী সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ আজিজুল হক।
অভিভাবকদের মধ্য অনুভূতি ব্যক্ত করেন কাজী আরিফুর রহমান, মুহাম্মদ শফিকুর রহমান, বেগম রুহুল আমীন সাদী।
প্রতিযোগিদের মধ্যে অভিজ্ঞতা ব্যক্ত করেন হাসান শাহরিয়ার রুমি ও রাহনুমা তাবাসসুম প্রমুখ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এবিএম শহিদুল ইসলাম, ওয়ালিউল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মনির হোসাইন, তোফায়েল আহমদ, নাজমুল হাসান ফাহিম, আফসার উদ্দীন হাওলাদার প্রমুখ।