বাতিঘর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি জমা দেয়ার শেষ দিন ১৫ নভেম্বর

বিডি.টুনসম্যাগ.কম বাতিঘর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০১৪ : শিশুদের আঁকা ছবি আহ্বান ঢাকা : শিশুমনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত...

বিডি.টুনসম্যাগ.কম
বাতিঘর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০১৪ : শিশুদের আঁকা ছবি আহ্বান

ঢাকা : শিশুমনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে 'বাতিঘর শিশুদের সাংস্কৃতিক বিদ্যালয়' বিজয়ের মাস ডিসেম্বরে আয়োজন করতে যাচ্ছে ‘বাতিঘর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০১৪’। এ উপলক্ষে সারাদেশের স্কুল পড়ুয়া শিশুদের কাছ থেকে তাদের আঁকা ছবি আহ্বান করা হয়েছে। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে শিশুদের ভাবনাগুলোর মেলবন্ধন তৈরিতে বাতিঘরের এই উদ্যোগ।

বাতিঘর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিজ্ঞ বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা ছবিগুলো নিয়ে রাজধানীর দৃক গ্যালারিতে আয়োজন করা হবে ২দিন ব্যাপী প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পাওয়া সকল ছবির আঁকিয়েদের 'সনদ পত্র' প্রদান করা হবে। সেই সাথে সেরা দশ আঁকিয়েকে পুরস্কৃত করা হবে। প্রদর্শনীর ছবি ও শিল্পীর পরিচয়সহ প্রকাশিত হবে একটি স্মরনিকা। এছাড়াও দেশের খ্যাতিমান শিল্পী, বুদ্ধিজীবী ও তারকাদের সাথে সময় কাটানো এবং তাদের পরামর্শ নেয়ার সুযোগ থাকছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ আয়োজনে সারাদেশের শিশুদের আঁকা সৃজনশীল ছবি বৃহৎ পরিসরে তুলে ধরতে অভিভাবক, শিক্ষক, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন বাতিঘর বিদ্যালয় কর্তিপক্ষ।

প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলী ও অন্যান্য তথ্য
ক গ্রুপ: শুন্য থেকে ৩য় শ্রেণি
ছবির বিষয়- স্বাধীন বাংলা।
মাধ্যম- উন্মুক্ত

খ গ্রুপ: ৪র্থ থেকে ৭ম শ্রেণি
ছবির বিষয়-গণমানুষের মুক্তিযুদ্ধ ।
মাধ্যম- উন্মুক্ত

গ গ্রুপ: ৮ম শ্রেণি ১০ম শ্রেণি
ছবির বিষয়- মুক্তিযুদ্ধের নারী।
মাধ্যম- উন্মুক্ত

বিশেষ গ্রুপ: প্রতিবন্ধী শিশু
ছবির বিষয়- স্বাধীন বাংলা।
মাধ্যম- উন্মুক্ত

• প্রত্যেক অংশগ্রহণকারী সর্বোচ্চ ৩টি ছবি জমা দিতে পারবে।
• ছবির কাগজের মাপ- ১০ ইঞ্চি x ১৪ ইঞ্চি।
• ছবি জমা দেয়ার শেষ দিন- ১৫ নভেম্বর ২০১৪ ।
• প্রদর্শনী এবং শিশুদের পুরস্কার বিতরণী- ১১ ও ১২ ডিসেম্বর ২০১৪।
• স্থান- দৃক গ্যালারি, বাড়ি-৫৮, সড়ক-১৫/এ (নতুন), ধানমন্ডি, ঢাকা।
• রেজিস্ট্রেশন ফি- ৫০০ টাকা (১-৩টি ছবির জন্য)।
• সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের জন্য রেজিস্ট্রেশন ফি’র প্রয়োজন নেই।
• ছবি ডাকযোগে বা সরাসরি জমা দেওয়া যাবে। ডাকযোগে পাঠালে নিচে দেয়া নাম্বারে ফোন করে রেজিস্ট্রেশনের পদ্ধতি জেনে নিতে হবে।
• ছবির সাথে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজ ছবিসহ প্রতিযোগীর নাম, বয়স, পিতার নাম, মাতার নাম, মোবাইল/ফোন নাম্বার, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং অবশ্যই ছবির ক্যাপশন/নাম আলাদা কাগজে লিখে জমা দিতে হবে।

ছবি পাঠানোর ঠিকানা-
বাতিঘর শিশুদের সাংস্কৃতিক বিদ্যালয়, ৫/৭, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা।

বিস্তারিত জানতে ফোন করুন ০১৬২৪৮০৪০৪৮ অথবা ০১৭৬৭৮৪৫৮৭৩ নাম্বারে।

এই বিভাগে আরো আছে

প্রতিযোগিতা 4392532709324218157

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item