জাবিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিডি.টুনসম্যাগ.কম ছবি : সংগৃহীত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাত...
https://bd.toonsmag.com/2014/08/blog-post_51.html
বিডি.টুনসম্যাগ.কম
ছবি : সংগৃহীত। |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শুক্রবার ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন চত্ত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রদের ‘দেয়াল পত্রিকা’ উন্মোচন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।