জাদুঘরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিডি.টুনসম্যাগ.কম ফাইল ফটো জাতীয় শোক দিবস ২০১৪ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিক্ষার্থীদের জন্য রচনা...
https://bd.toonsmag.com/2014/08/blog-post_94.html
বিডি.টুনসম্যাগ.কম
ফাইল ফটো |
জাতীয় শোক দিবস ২০১৪ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র, পেইন্টিং ও বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শনের বিশেষ প্রদর্শনী, বঙ্গবন্ধুকে নিয়ে বিশিষ্ট কবিদের লেখা স্বরচিত কবিতা পাঠ, দোয়া মাহ্ফিল এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল সকাল ৯টায় এই প্রতিযোগিতা (অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী) এবং বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর বোর্ড অফ ট্রাস্টিজের সভাপতি এম. আজিজুর রহমান। এছাড়াও এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর আলোচনা করেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এমিরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম।