পিকাসোর চিত্রকর্ম বিক্রি
স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে নিলামে বিক্রি হয়েছে৷ ‘ল্য সভতাজ’ নামের তৈলচিত্রটি বিক...
https://bd.toonsmag.com/2014/07/blog-post_5.html
স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে নিলামে বিক্রি হয়েছে৷ ‘ল্য সভতাজ’ নামের তৈলচিত্রটি বিক্রি হয়েছে তিন কোটি ১৫ লাখ মার্কিন ডলারের বেশি দামে৷পিকাসো তাঁর ‘ল্য চিত্রকর্মটি অঁাকেন ১৯৩২ সালে৷ এটি সর্বশেষ হাতবদল হয়েছিল প্রায় এক দশক আগে৷ গত বুধবার আবার তা নিলামের আয়োজন করে নিউয়ার্ক ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সাদাবি’জ৷ ধারণা করা হয়েছিল, এক কোটি ৪০ থেকে এক কোটি ৮০ লাখ ডলারের মধ্যে এটি বিক্রি হতে পারে৷ কিন্তু এই প্রত্যাশার চেয়ে অনেক বেশি—তিন কোটি ১৫ লাখ ২৫ হাজার ডলারে চিত্রকর্মটি কিনে নেন এক ব্যক্তি৷ আধুনিক শিল্পকলার আরও কয়েকজন বিখ্যাত শিল্পীর চিত্রকর্মের সঙ্গে পিকাসোর ১৪টি শিল্পকর্ম নিলামে তোলা হয় এবার৷ এএফপি৷