পারস্যের চিত্রকর ইমান মালেকির চিত্রকর্ম
ইমান মালেকি ইরানের তেহরান শহরে জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালে। ছোট থেকেই ছিলো ছবি আঁকার নেশা। ১৫ বছর বয়স থেকে দীক্ষা নেন ইরানের মহান রিয়ালিস্ট পে...
https://bd.toonsmag.com/2014/07/blog-post.html
ইমান মালেকি ইরানের তেহরান শহরে জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালে। ছোট থেকেই ছিলো ছবি আঁকার নেশা। ১৫ বছর বয়স থেকে দীক্ষা নেন ইরানের মহান রিয়ালিস্ট পেইন্টার মর্তেজা কাতৌজিয়ানের কাছে। ১৯৯৮ সালে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক ডিজাইনে সম্মান ডিগ্রি লাভ করেন। তারপর বিভিন্ন প্রদর্শনীতে তাঁর আঁকা চিত্র প্রদর্শিত হয়। বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন বিভিন্ন সময়।
A girl by the window : ক্যানভাসে তেল রঙে আঁকা ছবিটি ২০০০ সালে আঁকা [next]
A girl by the window : ক্যানভাসে তেল রঙে আঁকা ছবিটি ২০০০ সালে আঁকা [next]
Sisters and book: এটিও তেলরঙে এঁকেছেন ক্যানভাসে ১৯৯৭ সালে [next]
Omens of Hafez: তেলরঙে ক্যানভাসে আঁকা; এঁকেছেন ২০০৩ সালে [next]
Wish…: ২০০০ সালে এঁকেছেন তেলরঙে ক্যানভাসে [next]
Emigrant: কাগজে কালার পেন্সিলে, আঁকা ২০০৩ সালের [next]
Memory of that house: ২০০১ সালে এঁকেছেন তেলরঙে ক্যানভাসে [next]
The Old Album : ২০০৬ সালে ক্যানভাসে এঁকেছেন তেলরঙে [next]
Fishmonger: ১৯৯৬ সালে তেলরঙে এঁকেছেন ক্যানভাসে [next]
An Achaemenian Soldier: তেলরঙে এঁকেছেন ক্যানভাসে ২০০১-২০০২ সালে [next]
Composing music secretly: তেলরঙে ক্যানভাসে আঁকা ১৯৯৬ সালে