সাগরতলের চিত্রকর!
পেরুর চিত্রশিল্পী পাসকুয়াল মিমবিলা ছবি আঁকার অদ্ভুত এক উপায় বের করেছেন। ছবি আঁকার জন্য তিনি স্কুবা ডাইভিং করে যান সমুদ্রতলে। এরপর সমুদ্রে...
https://bd.toonsmag.com/2014/07/blog-post_7118.html
পেরুর চিত্রশিল্পী পাসকুয়াল মিমবিলা ছবি আঁকার অদ্ভুত এক উপায় বের করেছেন। ছবি আঁকার জন্য তিনি স্কুবা ডাইভিং করে যান সমুদ্রতলে। এরপর সমুদ্রের অপূর্ব সব প্রবাল ও রঙবেরঙের মাছের সঙ্গে বসে ছবি আঁকেন তিনি। তালারা প্রদেশের বাসিন্দা শিল্পী মিমবিলা জানান, ছেলেবেলা থেকেই সমুদ্রের প্রতি অন্যরকম এক মুগ্ধতা তার। তখন থেকেই তার স্বপ্ন ছিল একদিন তিনি সমুদ্র তলে বসে ছবি আঁকবেন। তিনি বলেন, আমি সারা জীবন নৌকা, মাছ, সৈকত আর ঢেউয়ের ছবি এঁকেছি। কিন্তু এখন আমি এটিকে আরও ভিন্নরূপ দেয়ার পরিকল্পনা করেছি। এরই মধ্যে সমুদ্রের নিচে মোট ১৬টি ছবি এঁকেছেন মিমবিলা। ইন্টারনেট। -