কুড়িগ্রামে 'ধরলা' শীর্ষক জলরং চিত্র প্রদর্শনীর উদ্বোধন।
পংকজ রায়, বিডি টুনস ম্যাগঃ কুড়িগ্রামে শুরু হলো 'ধরলা' শীর্ষক জলরং চিত্র প্রর্দশনী। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির...
https://bd.toonsmag.com/2018/01/563.html
পংকজ রায়, বিডি টুনস ম্যাগঃ কুড়িগ্রামে শুরু হলো 'ধরলা' শীর্ষক জলরং চিত্র প্রর্দশনী। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি মানিক চৌধুরী , জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, জেলা কালচারাল অফিসার মোঃ আলমগীর কবির , জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু,সাংবাদিক আহসান হাবিব নিলু, চারুকলার শিক্ষার্থী চারু সনাতন কুমার, তাপস সহ আরো অনেকে।জাতীয় কবি কাজী নজরুল বিশ্ব বিদ্যালয়ের চারুকলা বিভাগ ও বগুড়া আর্ট কলেজের শিক্ষার্থীদের সহযোগীতায় এই প্রর্দশনীতে স্থান পেয়েছে ৭ জন শিল্পীর ৫০টি এবং ৩০ জন শিশু শিল্পীর ৩০টি চিত্র সহ মোট ৮০ টি চিত্রকর্ম।প্রর্দশনীর প্রথম দিনে বিভিন্ন স্কুল - কলেজের শিক্ষার্থী সহ দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। প্রর্দশনী চলবে আগামী ২২ জানুয়ারী পর্যন্ত।