জয়নুলের জন্মদিনে ৩ বিভাগে'মনপুরা ৭০-একটি ছবির গল্প'প্রামাণ্য চলচ্চিত্রের প্রদর্শনী
প্রতিবেদক: পঙ্কজ রায়, বিডি টুনস ম্যাগঃ বিশালাকার ক্যানভাস জুড়ে একের পর এক মৃত দেহ।সারি সারি লাশের পাশে স্বজনহারা এক মানুষের বিলাপের ছবি...
https://bd.toonsmag.com/2017/12/56465.html
প্রতিবেদক: পঙ্কজ রায়, বিডি টুনস ম্যাগঃ
বিশালাকার ক্যানভাস জুড়ে একের পর এক মৃত দেহ।সারি সারি লাশের পাশে স্বজনহারা এক মানুষের বিলাপের ছবি 'মনপুরা ৭০'।বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন এই বিখ্যাত ছবি আঁকেন দক্ষিনাঞ্চলে ১৯৭০ সালের প্রলয়কারী ঘূর্নিঝড়ের পর।এই ছবি সৃষ্টির পেছনে আছে নানা অজানা গল্প।আর এই অজানা গল্প নিয়েই তরুণ চিত্র শিল্পী প্রদীপ ঘোষ নির্মাণ করেছেন 'মনপুরা ৭০-একটি ছবির গল্প' শিরোনামের প্রামাণ্য চলচ্চিত্র। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৩ তম জন্মোৎসব (২৯ ডিসেসম্বর) সন্ধ্যা ৬.৩০ টায় ঢাবি চারুকলা অনুষদের বকুলতলায় উদ্বোধনী প্রদর্শনী হবে এই প্রমাণ্য চলচ্চিত্রের।এছাড়াও শিল্পাচার্য জয়নুলের জন্মস্থান ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও বরিশাল চারুকলাতেও একই সময়ে প্রদর্শিত হবে প্রামাণ্য চলচ্চিত্রটি।তরুণ পরিচালক শিল্পী প্রদীপ ঘোষ বিডি টুনস ম্যাগকে জানান,"১৮.৩০ মিনিটের 'মনপুরা ৭০-একটি ছবির গল্প' প্রমাণ্য চলচ্চিত্রটি একযোগে ঢাকা,ময়মনসিংহ ও বরিশাল বিভাগে প্রদর্শিত হবে, তবে কেউ অন্য জেলা/বিভাগে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৩ তম জন্মদিনে এটি প্রদর্শন করতে চাইলে যোগাযোগ করতে পারেন"।