সবাইকে ঈদের শুভেচ্ছা | ঈদ মোবারক...
বিডি.টুনসম্যাগ.কম কার্টুন : কাওসার মাহমুদ । সূত্র : ফেসবুক ছড়া রোজার ঈদ এইচ.এম আলমগীর ইফতার শেষ করে দেখি চাঁদ উঠেছে খ...
https://bd.toonsmag.com/2016/07/7328.html
বিডি.টুনসম্যাগ.কম
কার্টুন : কাওসার মাহমুদ । সূত্র : ফেসবুক |
ছড়া
রোজার ঈদ
এইচ.এম আলমগীর
ইফতার শেষ করে
দেখি চাঁদ উঠেছে
খুশির ঝিলমিল
রোজার ঈদ এসেছে।
হই হই কই
আয় সবে ছুটে
হুড় হুড় হুল্লা
হাসি লাগা ঠোঁটে।
ঈদগাহের মাঠ ঐ
ভরে উঠে পূন্যে
গুনাহগুলো হারবে
আজ মহাশূন্যে।
বুকে বুক মিলিয়ে
ভোলে যা রাগটা
ভাগাভাগি করে নে
আনন্দের ভাগটা।
সেমাই, সন্দেশ
খেয়ে মুখ মিঠা
খাবো এবার কাবাব
পোলাও আর পিঠা।
ঈদের এই খুশি
যেন থাকে বার মাস
সুখে হোক পূর্ণ
আমাদের আশপাশ।