আমার ঘুড়ি
এইচ.এম আলমগীর বিডি.টুনসম্যাগ.কম নাটাই হাতে ছাড়ছি সূতা দেখব ছুঁয়ে মেঘ, বাতাস এসে বন্ধু বেসে বাড়িয়ে দিল বেগ। সবচেয়ে বড় ঘুড়ি আ...
https://bd.toonsmag.com/2016/04/14325.html
এইচ.এম আলমগীর
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
নাটাই হাতে ছাড়ছি সূতা
দেখব ছুঁয়ে মেঘ,
বাতাস এসে বন্ধু বেসে
বাড়িয়ে দিল বেগ।
সবচেয়ে বড় ঘুড়ি আমার
রঙের বাহার কড়া,
দূর আকাশে সবার চেয়ে
আমার ঘুড়ি সেরা।
পাখির সাথে ভাব জমিয়ে
লেজ নাড়িয়ে উড়ে,
গায় গান প্রাণ খুলে
ঢংঢংয়া ঢং সুরে।
মেঘের সাথে ভাব জমিয়ে
আকাশ দখল করে,
হাল্কা ভিজে উল্টা ঘুরে
মন্ডু কভু মারে।
দূর আকাশে দারুন মজা
তাইরে নাইরে নাই,
মনের কথা সূতায় গেঁথে
ঘুড়ির সাথে উড়াই।