শীতের রূপ
এইচ.এম আলমগীর বিডি.টুনসম্যাগ.কম কুয়াশা চাদর আদর করে লুকিয়ে রাখে মুখ, চুপটি মেরে পাখ পাখালি ঘুমিয়ে পড়ে রোজ। সূর্যি মামা আলসে...
https://bd.toonsmag.com/2016/01/10626.html
এইচ.এম আলমগীর
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
কুয়াশা চাদর আদর করে
লুকিয়ে রাখে মুখ,
চুপটি মেরে পাখ পাখালি
ঘুমিয়ে পড়ে রোজ।
সূর্যি মামা আলসে হল
শীত এসেছে তাই,
লেপ মুড়িয়ে রোজ সকালে
গরম পায়েস খাই।
সূর্যি মামার পরশ পেয়ে
কুয়াশা চাদর ছিড়ে,
সবুজ শ্যামল মুখরিত হয়
পাখ পাখালির ভিড়ে।
লেপের নিচের উষ্ণতাকে
দিলাম ছুটি আজ,
দেখতে হবে শীত সকালের
নতুন রূপের সাজ।