কাগুজে নৌকা

মোঃ জাহিদুল ইসলাম বিডি.টুনসম্যাগ.কম শিশুতোষ গল্প জাহিদ ক্লাস ফাইভে পড়ে। তার একটি আদুরে ছোট বোন আছে, নাম তুলি। তুলি ক্লাস ওয়ান-এ পড়ে।...

মোঃ জাহিদুল ইসলাম
বিডি.টুনসম্যাগ.কম

শিশুতোষ গল্প

জাহিদ ক্লাস ফাইভে পড়ে। তার একটি আদুরে ছোট বোন আছে, নাম তুলি। তুলি ক্লাস ওয়ান-এ পড়ে। ভাইবোন একই স্কুলে পড়ে। প্রতিদিন সকালবেলা একসাথে বাবার হাত ধরে স্কুলে যায়, ঘুরতে গেলেও তারা একসাথে, খায়ও একসাথে, কোন ঝগড়া নেই। প্রতিদিন দুপুরবেলায় মা স্কুল থেকে জাহিদ আর তুলিকে নিয়ে আসে। মা একটু রাগীল প্রকৃতির; সবসময় এটাতে না, ওটাতে না  ;এটা করবে না, ওটা করবে না!

একদিন বাবা বললেন, তিনি জাহিদ আর তুলিকে নিয়ে ধলেশ্বরী নদীতে ঘুরতে যাবেন। ভাইবোন তো বেজায় খুশি। নদীর অপরূপ দৃশ্য দেখে জাহিদ মুগ্ধ। জাহিদ অবাক হয়ে নদীতে নৌকা, স্টিমার, লঞ্চ, জাহাজ দেখছে। হঠাৎ জাহিদ পকেট থেকে একটা কাগজ বের করল। আর ভাবল, এটা দিয়ে নৌকা বানিয়ে নদীতে ছেড়ে দেবে। যেই ভাবা সেই কাজ। কাগজ ভাঁজ করে জাহিদ একটা নৌকা বানাল আর তা নদীতে ছেড়ে দিল। বাবা আর তুলি বিষয়টা লক্ষ্য করল না। তুলি রীতিমত নদীতে এত পানি দেখে লাফাচ্ছে। নৌকা একবার একপাশে দুলে পড়ে আবার অন্যপাশে দুলে পড়ে। এভাবে, নৌকার দুলুনি শুরু হলেই তুলি ভয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে।

জাহিদ তার কাগুজে নৌকার দিকে তাঁকিয়ে আছে। কাগজের নৌকাটি দুলে দুলে অনেক দূর যাচ্ছে। নৌকা যত এগোয়, জাহিদের মনের আনন্দ ততই বেড়ে যায়। বিশাল নদীতে সবাই দেখছে জাহাজ ও স্টিমারগুলো। কিন্তু জাহিদদ মুগ্ধ নয়নে তাঁকিয়ে আছে তার ছোট্ট কাগুজে নৌকাটার দিকে। বিশাল নদীতে ছোট্ট জাহিদের ছোট্ট নৌকাটি দারুণভাবে এগিয়ে চলছে। আর, জাহিদ মনের আনন্দে হাততালি দিচ্ছে, লাফাচ্ছে। হঠাৎ একটি স্টিমার এসে জাহিদের কাগজের নৌকাটিকে ডুবিয়ে দিল। ছোট্ট জাহিদের মন ভেঙে চুরমার হয়ে গেল। তার দারুণ রাগ হলো স্টিমারটার ওপর। ইচ্ছে করছে স্টিমারটাকে ভেঙে গুরিয়ে দিতে। কাগুজের নৌকাটি একপাস পানিতে ডুবে গেছে, ধীরে ধীরে পুরো নৌকাটিই পানিতে তলিয়ে গেল।
জাহিদ কিছুক্ষণ মন খারাপ করে বসেছিল। এরপর তার চোখ পড়ল একটা বিশাল জাহাজের ওপর। সে মনে মনে ভাবল,
'ইস !আমি যদি এই জাহাজের নাবিক হই,
তাহলে তো কোনো স্টিমারই আমার জাহাজকে এভাবে ডুবিয়ে দিতে পারবে না। সেই থেকে নাবিক হওয়ার স্বপ্নে বিভোর জাহিদ। রাত-দিন, খেতে-ঘুমোতে একটাই চিন্তা, 'আমি নাবিক হবোই। বড় মেরিন ইঞ্জিনিয়ার হবো তারপর দেশ-বিদেশে নিজের জাহাজ নিয়ে ঘুরে বেড়াবো। '
দীর্ঘ পনেরো বছর পর। জাহিদ এখন একজন মেরিন ইঞ্জিনিয়ার। সে এখন নাবিকের পদে আছে। তার বহুদিনের লালিত
স্বপ্ন পূরণ হয়েছে। মানুষ কোনো কিছুর স্বপ্ন
দেখে যদি সেই অনুসারে পরিশ্রম করে তবে তার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। জাহিদ নাবিক হওয়ার স্বপ্নে বিভোর ছিল। তাই তো আজ সে একজন বড় নাবিক হতে পেরেছে। জীবনে সফলতার জন্য প্রয়োজন স্বপ্ন, উদ্যম আর পরিশ্রম। একদিন জাহিদ জাহাজ চালানোর সময় পাড়ে লক্ষ্য করল একটি বাচ্চা ছেলে একটি কাগজের নৌকা বানিয়ে নদীতে ছেড়ে দিচ্ছে। দৃশ্যটা জাহিদ অবাক হয়ে দেখল আর মনে মনে হাসল।তার মনে পড়লো মৃত দাদীর কথা,
" ঠিকমত চাইলে স্বয়ং সৃষ্টিকর্তাকেও পাওয়া যায় এ তো সামান্য একটা স্বপ্ন! "

(সমাপ্ত)

এই বিভাগে আরো আছে

গল্প 759220690698446294

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item