''যুদ্ধের শিশু'' শিরোনামে আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর উদ্বোধন
বিডি.টুনসম্যাগ.কম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন টুনস ম্যাগের প্রকাশক আরিফুর রহমান গত ১০ সেপ্টেম্বর নরওয়ের দ্রবাক শহরে হয়ে গেল '...
https://bd.toonsmag.com/2015/09/7865.html
বিডি.টুনসম্যাগ.কম
গত ১০ সেপ্টেম্বর নরওয়ের দ্রবাক শহরে হয়ে গেল ''যুদ্ধের শিশু'' শিরোনামে আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর উদ্বোধন। উদ্বোধন করেন নরওয়ের অন্যতম পাদ্রী অতলে সম্মের্ফেল্দ্ত। উদ্বোধনীতে স্থানীয় মেয়র, রাজনীতিবিদ সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত প্রদর্শনী নরওয়ের আরো ১৪ টি শহরে প্রদর্শিত হবে বলে নরওয়েজিয়ান পেন কতৃপক্ষ ঘোষণা দেন।
এছাড়া সুইডেন, স্লোভাকিয়া, নেদারল্যান্ড,অর্মেজিয়া, তুরস্ক, জর্দান ও দক্ষিন আফ্রিকায় প্রদর্শিত হবে।
উদ্বোধনীতে টুনস ম্যাগের পক্ষে টুনস ম্যাগের প্রকাশক আরিফুর রহমান এবং টুনস ম্যাগ আরবির সম্পাদক ফাদি আবু হাসান বক্তব্য রাখেন।
উক্ত প্রদর্শনীর পৃষ্ঠপোষক হিসাবে রয়েছে টুনস ম্যাগ ও নরওয়েজিয়ান কার্টুনিস্ট গ্যালারি। আর্থিক সহযোগিতায় ফ্রিত উর নামে নরওয়ের একটি দাতব্য সংস্থা।
প্রতিযোগীদের নামের তালিকা http://www.toonsmag.com/2015/04/participants-list-of-children-in-war.html
উদ্বোধনী অনুষ্ঠানের আরো ছবি দেখতে টুনস ম্যাগ গ্যালারিতে যান http://gallery.toonsmag.com/2015/09/opening-of-children-in-war.html
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন টুনস ম্যাগের প্রকাশক আরিফুর রহমান |
এছাড়া সুইডেন, স্লোভাকিয়া, নেদারল্যান্ড,অর্মেজিয়া, তুরস্ক, জর্দান ও দক্ষিন আফ্রিকায় প্রদর্শিত হবে।
উদ্বোধনীতে টুনস ম্যাগের পক্ষে টুনস ম্যাগের প্রকাশক আরিফুর রহমান এবং টুনস ম্যাগ আরবির সম্পাদক ফাদি আবু হাসান বক্তব্য রাখেন।
উক্ত প্রদর্শনীর পৃষ্ঠপোষক হিসাবে রয়েছে টুনস ম্যাগ ও নরওয়েজিয়ান কার্টুনিস্ট গ্যালারি। আর্থিক সহযোগিতায় ফ্রিত উর নামে নরওয়ের একটি দাতব্য সংস্থা।
প্রতিযোগীদের নামের তালিকা http://www.toonsmag.com/2015/04/participants-list-of-children-in-war.html
উদ্বোধনী অনুষ্ঠানের আরো ছবি দেখতে টুনস ম্যাগ গ্যালারিতে যান http://gallery.toonsmag.com/2015/09/opening-of-children-in-war.html