জোকস
বিডি.টুনসম্যাগ.কম জীবনের লক্ষ্য স্যার ছাত্রীদেরকে 'আমার জীবনের লক্ষ্য' রচনা লিখতে বললেন। সবাই লিখছে, হঠাৎ দেখলেন এক ছাত্...
https://bd.toonsmag.com/2015/09/031259.html
বিডি.টুনসম্যাগ.কম
জীবনের লক্ষ্য
স্যার ছাত্রীদেরকে 'আমার জীবনের লক্ষ্য' রচনা লিখতে বললেন। সবাই লিখছে, হঠাৎ দেখলেন
এক ছাত্রী না লিখে বসে আছে।
স্যারঃ কি ব্যাপার! তুমি লিখছ না কেন?
ছাত্রীঃ স্যার, আমার জীবনের লক্ষ্য হলো প্রধানমন্ত্রী হওয়া। আর প্রধানমন্ত্রী নিজে কিছু লেখেন না বরং তার পি.এস লেখেন। তাই আমি বসে আছি।
চাঁদ না সূর্য
রাতের বেলা দুই মাতাল নেশা করে বাড়ি ফিরছিলো, পথিমধ্যে আকাশের চাঁদটাকে দেখে দুইজন তর্ক শুরু করলো, একজন বলে চাঁদ আরেকজন বলে সূর্য। যখন কোন মীমাংসা হচ্ছিলো না তখন এক পথিককে ডেকে বললোঃ আচ্ছা ভাই, আপনি বলুন তো আকাশে ওটা চাঁদ না সূর্য? পথিকটি বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে বললোঃ কি জানি! আমি তো এ পাড়ায় থাকি না, তাই ঠিক বলতে পারলাম না।
আনাস বিল্লাহ, উত্তরা, ঢাকা।