ওজোন দিবসে চারুকলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিডি.টুনসম্যাগ.কম আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ২৮ আগস্ট, শুক্রবার দুপুরে ২টা ৩০ মিনিটে শিশুকি...
https://bd.toonsmag.com/2015/08/291234.html
বিডি.টুনসম্যাগ.কম
আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ২৮ আগস্ট, শুক্রবার দুপুরে ২টা ৩০ মিনিটে শিশুকিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চারটি গ্রুপে ৫-১৬ বছর বয়সের শিশুকিশোররা অংশগ্রহণ করে।
এবারের ওজোন দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল ‘30 years of Healing the Ozone Together’ (ওজোনস্তর ক্ষয়রোধে সমন্বিত প্র্রচেষ্টার ৩০ বছর)। এবারের স্লোগান ছিল Ozone : All there is between you and UV (ওজোনস্তর রক্ষা করুন-অতিবেগুনি রশ্মি হতে নিরাপদ থাকুন)।
এবারের ওজোন দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল ‘30 years of Healing the Ozone Together’ (ওজোনস্তর ক্ষয়রোধে সমন্বিত প্র্রচেষ্টার ৩০ বছর)। এবারের স্লোগান ছিল Ozone : All there is between you and UV (ওজোনস্তর রক্ষা করুন-অতিবেগুনি রশ্মি হতে নিরাপদ থাকুন)।