ছিটমহল
আবু বকর হারুন বিডি.টুনসম্যাগ.কম ছিটমহলের সমাধানে সিট পেয়েছে ন্যায্য লোক, এমন সঠিক কর্মগুলো নিত্যদিনই ভীষণ হোক। অপেক্ষমান ম...
https://bd.toonsmag.com/2015/08/151217.html
আবু বকর হারুন
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
ছিটমহলের সমাধানে সিট পেয়েছে
ন্যায্য লোক,
এমন সঠিক কর্মগুলো নিত্যদিনই
ভীষণ হোক।
অপেক্ষমান মানুষহগুলো ফিরে পেয়ে
নিজের দেশ,
কদিন ধরেই ছিটমহলে মাস্তি মজায়
নাচছে বেশ।
এমন খুশির জোয়ার যেন বজায় থাকে
হাজার দিন,
বাজতে খাকে সেথায় যেন সদাই সুখের
বাদ্য-বীণ।
কৃতজ্ঞতা তাদের যারা ফিরিয়ে দিল
এই মহল,
সৌহার্দ্য সম্প্রীতিতে গর্জে উঠক
শক্তি বল।