ঈদ রম্য ছড়া
জনি হোসেন কাব্য বিডি.টুনসম্যাগ.কম কোটি টাকার শপিং বড় লোকের বড় মেয়ে ইরা প্যাটেল রমনা, এবার ঈদে শপিং বাজেট কোটির চেয়ে কম না।...
https://bd.toonsmag.com/2015/07/180151.html
জনি হোসেন কাব্য
বিডি.টুনসম্যাগ.কম
বিডি.টুনসম্যাগ.কম
কোটি টাকার শপিং
বড় লোকের বড় মেয়ে
ইরা প্যাটেল রমনা,
এবার ঈদে শপিং বাজেট
কোটির চেয়ে কম না।
দেশের বাইরে করবে শপিং
তাই গিয়েছে বোম্বে,
ভেবেছিল ইচ্ছেমতো
শপিং তাতে জমবে।
নাম করা সব মল ঘুরেছে
কেনার কিছু পায় না,
সেখান থেকে রাতের ফ্লাইটে
চলে গেল চায়না।
চায়না থেকে শপিং করে
ঈদের আগেই ফিরলো,
কোটি টাকার শপিং দেখতে
প্রতিবেশি ভিঁড়লো।
শপিং দেখে বললো ওরা
"টাকাগুলো পঁচছে,
বাংলাদেশের ফুটপাতেও
এসব বিক্রি হচ্ছে।"
দামি শার্ট
ঈদ আমেজে পাল্টে গেছে
মার্কেটগুলো সিটির,
রকমারি শার্ট এসেছে
নতুন কোয়ালিটির।
শার্ট নিতে তাই তারা শঙ্কর
আসলো বসুন্ধরায়,
নিম্মমানের শার্টটাও যে
দশ হাজারে গড়ায়।
দামি একটা শার্ট কিনে সে
আসলো ফিরে বাসায়,
এর পরে ঠিক ঘটনাটা
যায়না বলা ভাষায়।
ফেরার পথে চমকে গেল
নেইতো কিছুই বলার,
একই রকম শার্ট গায়েতে
পাশের রিক্সাঅলার।