নরওয়ের শিশু দিবস
জেননি নামে এক শিশুর আঁকা ছবি বিডি.টুনসম্যাগ.কম ডেস্ক নরওয়ের অকেশুশ বিভাগে একটা জাদুঘর আছে। নাম ফোলো মিউজিয়াম। জাদুঘর কতৃপক্ষ প্রতিবছ...
https://bd.toonsmag.com/2015/06/4567.html
জেননি নামে এক শিশুর আঁকা ছবি |
নরওয়ের অকেশুশ বিভাগে একটা জাদুঘর আছে। নাম ফোলো মিউজিয়াম। জাদুঘর কতৃপক্ষ প্রতিবছর গ্রীষ্মে ও শীতকালে শিশুদিবস পালন করে। এই শিশুদিবাস উপলক্ষ্যে উক্ত জাদুঘরে হাজার হাজার শিশুরা আসে তাদের অভিবাবকদের সঙ্গে। শিশুরা পুরাতন আমলের ঘরবাড়ি গুলো ঘুরে ঘুরে দেখে, ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, প্রত্নতত্ত্ব বিষয়াদি ও আঞ্চলিক ইতিহাস এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানে।
উল্লেখ্য সেই জাদুঘরের ভিতরে ৩'শ বছর আগের পুরনো একটা বিদ্যালয় আছে। সেই পুরনো আমলের বেঞ্চিতে বসে শিশুরা ছবি আঁকা শেখে। জাদুঘরটা নরওয়ের হলেও এই বিদ্যালয়ের শিক্ষক কিন্তু নরওয়েজিয়ান নয়। সে একজন বাঙালি। তিনি টুনস ম্যাগের প্রকাশক আরিফুর রহমান।
শ্রেণীকক্ষে শিশুরা অনেক কিছু আঁকা শেখে। যেমন: হাতি, ঘোড়া, বিড়াল, কুকুর, সজারু, পাখি, ফুল, ঘর-বাড়ি, নদী সহ আরো অনেক কিছু।
শিশুরা কোনো কিছু আঁকা শিখতে চাইলে তারা তাদের শিক্ষকে জিজ্ঞাসা করে। আর শিক্ষক খুব তাদের সহজ ভাবে আঁকার কৌশল তাদের শিখিয়ে দেন। অনেক সময় শিশুদের সঙ্গে শিশুদের বাবা-মা, দাদা-দাদী বা নানা-নানিও ছবি আঁকা শিখে থাকেন।
গতকাল ৭ জুন সেখানে শিশু দিবস ছিল। প্রায় হাজার শিশুর সমাগম ঘটেছিল। আরিফুর রহমান মনে করেন ছোটদের কে তাদের মত করে ছবি আঁকা শেখানোটা তার খুব পছন্দের একটা কাজ। তিনি আরো বলেন ''গতকাল এক শিশু পাঠদান শেষে তার ড্রয়িং-এর খাতায় নরওয়েজিয়ান ভাষায় আমাকে লিখেছে '' আমার শিক্ষক হওয়ার জন্য ধন্যবাদ।''