চরম দুর্দশায় রোহিঙ্গারা
বিডি.টুনসম্যাগ.কম কার্টুন এঁকেছেন ম্যানিলা থেকে ফিলিপাইনের ম্যানি ফ্রান্সিসকো গত ক’দিন ধরে দেশের সংবাদপত্রগুলোর প্রথম পাতা জুড়ে থাকছ...
কার্টুন এঁকেছেন ম্যানিলা থেকে ফিলিপাইনের ম্যানি ফ্রান্সিসকো |
গত ক’দিন ধরে দেশের সংবাদপত্রগুলোর প্রথম পাতা জুড়ে থাকছে রোহিঙ্গা সঙ্গে বাংলাদেশীদের পাচার হওয়ার খবর। সাগরে ভাসছে শত শত নাঙ্গা-ভূখা মানুষ। ক্ষুধার জ্বালায় খাবার নিয়ে মারামারি করে প্রাণ দিয়েছে শ’খানেক লোক। মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া- এসব মানবপাচারের নিষ্ঠুর শিকারদের সামান্য মানবিকতা প্রর্দশনেও কৃপণ।