কলকাতায় শুরু হচ্ছে দুই বাংলার শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনী
বিডি.টুনসম্যাগ.কম নিউজ ডেস্ক : ভারত-বাংলাদেশের শিল্পীদের আঁকা ছবি নিয়ে আগামী ১৪ জানুয়ারি কলকাতায় শুরু হচ্ছে চিত্র প্রদর্শনী। এ প্রদর্...
https://bd.toonsmag.com/2015/01/09630.html
বিডি.টুনসম্যাগ.কম
নিউজ ডেস্ক : ভারত-বাংলাদেশের শিল্পীদের আঁকা ছবি নিয়ে আগামী ১৪ জানুয়ারি কলকাতায় শুরু হচ্ছে চিত্র প্রদর্শনী। এ প্রদর্শনী চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
সাতদিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে প্রাচী-প্রতীচী। প্রদর্শনী চলবে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। ভারত- বাংলাদেশের ৬৩ জন খ্যাতনামা শিল্পীর ক্যানভাসে রঙিন হয়ে উঠবে শীতের কলকাতা।
দুই বাংলার রংয়ের চাদরেঅকাল বসন্ত নেমে আসবে কলকাতার বুকে। কাইয়ুম চৌধুরী, ইন্দ্র দুগার, অলকেশ ঘোষ, অশোক মল্লিক, অসীম বসু, ভবতোষ সুতার,আশিস রহমান, বিপিন গোস্বামী, গনেশ হালুই, প্রকাশ কর্মকার, যোগেন চৌধুরি, হিরণ মিত্র, শেখর কর, পার্থ ভট্রাচার্য, থোটা বৈকুন্ঠম, সাহাবুদ্দিন আহমেদ, মনু পারেখ, যতীন দাস, রফিকুল নবী, জামাল আহমেদ সহ মোট ৬৩ জন খ্যাতনামা শিল্পীর ক্যানভাসের রঙ ফুটে উঠবে।