আইসক্রিমে আঁকা ছবি
বিডি.টুনসম্যাগ.কম বাগদাদের চিত্রশিল্পী ওথমান তমার কাছে আইসক্রিম হলো ছবি অাঁকার একটি অনুষঙ্গ। যার চিত্রকর্মে ফুটে উঠে আইসক্রিমের নিপুনতা...
https://bd.toonsmag.com/2015/01/05229.html
বিডি.টুনসম্যাগ.কম
বাগদাদের চিত্রশিল্পী ওথমান তমার কাছে আইসক্রিম হলো ছবি অাঁকার একটি অনুষঙ্গ। যার চিত্রকর্মে ফুটে উঠে আইসক্রিমের নিপুনতা। বাহারি রঙের আইসক্রিম দিয়ে তিনি এঁকে ফেলেন নান্দনিক সব চিত্র।
এ শিল্পী বিভিন্ন রঙের আইসক্রিম প্রথমে প্লেটে রাখেন, সেগুলো না গলা পর্যন্ত অপেক্ষা করেন। এরপর আইসক্রিম গোলে গেলে শুরু হয়, তার ছবি আঁকা। ছবি অাঁকা শেষ হলে তমা যে জাতীয় আইসক্রিম ব্যবহার করে ছবি অাঁকেন আইসক্রিমটিসহ পুরো চিত্রকর্মটির ছবি তুলে রাখেন।
আইসক্রিম দিয়ে ছবি অাঁকা প্রসঙ্গে এ চিত্রশিল্পী বলেন, ছেলেবেলা থেকেই আইসক্রিমের প্রতি ভীষণ টান আমার। হঠাৎ করেই আইসক্রিম দিয়ে ছবি অাঁকা শুরু করি। এই পদ্ধতিতে ছবি আঁকা কিছুটা জল রঙের ব্যবহারে ছবি অাঁকার মতোই। বেশ লাগে আমার এই কাজটি করতে।
দেখুন আইসক্রিমে আঁকা তার আরও কিছু ছবি-
বাগদাদের চিত্রশিল্পী ওথমান তমার কাছে আইসক্রিম হলো ছবি অাঁকার একটি অনুষঙ্গ। যার চিত্রকর্মে ফুটে উঠে আইসক্রিমের নিপুনতা। বাহারি রঙের আইসক্রিম দিয়ে তিনি এঁকে ফেলেন নান্দনিক সব চিত্র।
এ শিল্পী বিভিন্ন রঙের আইসক্রিম প্রথমে প্লেটে রাখেন, সেগুলো না গলা পর্যন্ত অপেক্ষা করেন। এরপর আইসক্রিম গোলে গেলে শুরু হয়, তার ছবি আঁকা। ছবি অাঁকা শেষ হলে তমা যে জাতীয় আইসক্রিম ব্যবহার করে ছবি অাঁকেন আইসক্রিমটিসহ পুরো চিত্রকর্মটির ছবি তুলে রাখেন।
আইসক্রিম দিয়ে ছবি অাঁকা প্রসঙ্গে এ চিত্রশিল্পী বলেন, ছেলেবেলা থেকেই আইসক্রিমের প্রতি ভীষণ টান আমার। হঠাৎ করেই আইসক্রিম দিয়ে ছবি অাঁকা শুরু করি। এই পদ্ধতিতে ছবি আঁকা কিছুটা জল রঙের ব্যবহারে ছবি অাঁকার মতোই। বেশ লাগে আমার এই কাজটি করতে।
দেখুন আইসক্রিমে আঁকা তার আরও কিছু ছবি-