হোয়াইট ওয়াশ এর মতো আরো কিছু ওয়াশ
রুপম আহমেদ মঈন বিডি.টুনসম্যাগ.কম সম্প্রতি বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে ঘটে গেলো টাইগারদের প্রথম সাফল্য টেস্টে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ । ...

https://bd.toonsmag.com/2015/01/0104.html
রুপম আহমেদ মঈন
বিডি.টুনসম্যাগ.কম
ফেল্টু ওয়াশ!
আপনি যদি কোনো পাবলিক পরীক্ষায় একে একে তিনবার ফেল করেন তাইলে আপনার এই মহা কৃতিত্বের ফল ফেল্টু ওয়াশ! আর আপনার নাম যদি হয় আবুল তাইলে এর আরেক
নাম হবে আবুল ওয়াশ!
ছ্যাঁকা ওয়াশ!
আপনি যদি একই ক্যাম্পাসে প্রেম করতে গিয়ে পরপর তিনবার ছ্যাঁকা খান তাইলে আপনার এই রেকর্ড করার নাম হবে ছ্যাঁকা ওয়াশ। আর আপনার নাম যদি মজনু হয় তাইলে আরেকটু সুন্দর নাম হবে আর সেটা হলো মজনু ওয়াশ।
পোলট্রি ওয়াশ!
আপনি যদি একই বাইক একই রাস্তা চালাতে পরপর তিনবার পল্টিবাজী খান তাইলে আপনার এই মহা সাফল্যের জন্য নাম হবে পোলট্রি ওয়াশ। আর আপনার নাম যদি বল্টু হয় তাইলে আরেকটি নতুন নাম হবে বল্টু ওয়াশ।
ফেইক ওয়াশ!
আপনি যদি একই ফেসবুক আইডি ব্যবহার করতে গিয়ে পরপর তিনবার জুকারবার্গ আপনাকে ভেরিফিকেশন চেয়ে ব্লক ছাড়ানোর নির্দেশ দেয় অতপর ভেরিফিকেশন না করতে পেরে সারাজীবনের জন্য ব্লক খেয়ে যান তাইলে আপনার এই মহান কৃতকর্মের নাম হবে ব্লক ওয়াশ! আর আপনি যদি ফেইক ইউজার হন তাইলে আপনার নাম ফেইক
ওয়াশ।
বিডি.টুনসম্যাগ.কম
সম্প্রতি বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে ঘটে গেলো টাইগারদের প্রথম সাফল্য টেস্টে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ। এরপর ওয়ানডেতেও টানা জয়ে আবারো আরেকটি হোয়াইট ওয়াশ!!
আর এই সাফল্য বাংলাদেশ অর্জন করেছে বলে এর আরেক নাম বাংলা ওয়াশ। টেস্ট খেলায় সাদা পোশাক পড়ে খেলার কারণটা মনে হয় ৫দিন একটানা খেলতে খেলতে খেলোয়াড়দের চোখে যেন অন্ধকার না দেখায়! আর এই সাদা থেকেই মনে হয় হোয়াইট ওয়াশ নাম করন করা হয়েছে! আর ওয়ানডেতে তো অন্য বক্তব্য। তো যাই হোক এটা আমার ধারণা মাত্র..
তবে আমরা সবাই জানি একই সিরিজে কোনো একটি দলকে একে একে তিনবার পরাজিত করলেই হয়ে যায় হোয়াইট ওয়াশ। এখন আসুন ক্রিকেট মাঠের বাইরে একে একে তিনবার
কোনো কিছুতে পরাজিত হলে কি কি ওয়াশ হিসেবে গন্য করা যায় তা এবং এই মহাকীর্তি অর্জন করে কি কি উপাধি পাওয়া যেতে পারে তা জেনে নিই-
ফেল্টু ওয়াশ!
আপনি যদি কোনো পাবলিক পরীক্ষায় একে একে তিনবার ফেল করেন তাইলে আপনার এই মহা কৃতিত্বের ফল ফেল্টু ওয়াশ! আর আপনার নাম যদি হয় আবুল তাইলে এর আরেক
নাম হবে আবুল ওয়াশ!
ছ্যাঁকা ওয়াশ!
আপনি যদি একই ক্যাম্পাসে প্রেম করতে গিয়ে পরপর তিনবার ছ্যাঁকা খান তাইলে আপনার এই রেকর্ড করার নাম হবে ছ্যাঁকা ওয়াশ। আর আপনার নাম যদি মজনু হয় তাইলে আরেকটু সুন্দর নাম হবে আর সেটা হলো মজনু ওয়াশ।
আপনি যদি একই বাইক একই রাস্তা চালাতে পরপর তিনবার পল্টিবাজী খান তাইলে আপনার এই মহা সাফল্যের জন্য নাম হবে পোলট্রি ওয়াশ। আর আপনার নাম যদি বল্টু হয় তাইলে আরেকটি নতুন নাম হবে বল্টু ওয়াশ।
আপনি যদি একই ফেসবুক আইডি ব্যবহার করতে গিয়ে পরপর তিনবার জুকারবার্গ আপনাকে ভেরিফিকেশন চেয়ে ব্লক ছাড়ানোর নির্দেশ দেয় অতপর ভেরিফিকেশন না করতে পেরে সারাজীবনের জন্য ব্লক খেয়ে যান তাইলে আপনার এই মহান কৃতকর্মের নাম হবে ব্লক ওয়াশ! আর আপনি যদি ফেইক ইউজার হন তাইলে আপনার নাম ফেইক
ওয়াশ।
সিরাজগঞ্জ সরকারি কলেজ