ছবি এঁকে ‘খুনি' ধরল পুলিশ
বিডি.টুনসম্যাগ.কম টুনসম্যাগ ডেস্ক : মাত্র আট বছরের বালকের মুখ থেকে চেহারার বিবরণ শুনে ছবি আঁকেন সিআইডির শিল্পীরা৷ আর সেই ছবি দেখেই বু...
https://bd.toonsmag.com/2014/12/28325.html
বিডি.টুনসম্যাগ.কম
টুনসম্যাগ ডেস্ক : মাত্র আট বছরের বালকের মুখ থেকে চেহারার বিবরণ শুনে ছবি আঁকেন সিআইডির শিল্পীরা৷ আর সেই ছবি দেখেই বুধবার পুলিশ গ্রেফতার করতে পেরেছে ভারতের চাঁচোলের নাবালিকা ছাত্রী খুনের ঘটনার একমাত্র অভিযুক্তকে৷
আসামির নাম বিভাজন ওরফে বিদ্যুত্ আচার্য৷ পেশায় ট্রাক চালক৷ আসামির বাড়ি চাঁচোলের কলিগ্রামের মধ্যপাড়ায় বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক কৌস্তভদীপ্ত আচার্য৷ এক সপ্তাহের মধ্যেই সিআইডির গোয়েন্দাদের সাহায্য নিয়ে ছাত্রী খুনের রহস্যের কিনারা করা সম্ভব হয়েছে বলে চাঁচোলের এসডিপিও জানিয়েছেন৷
পুলিশ সূত্রের খবর, গত ১৬ ডিসেম্বর বিকেলে ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হয় কলিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুলতানা পারভিন (১২)৷ পরের দিন বিকেলে কলিগ্রামের বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হরিশ্চন্দ্রপুর থানার ঝাপড়ার কাছে ৮১ নম্বর জাতীয় সড়কের ধারের একটি কলাবাগান থেকে ওই নাবালিকার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়৷ দেহ পাওয়া যায় কানকাটা ও নগ্ন অবস্হায়৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান করেছিল, মেয়েটিকে অপহরণ করে ধর্ষণের পর খুন করা হয়েছে৷
এদিন এসডিপিও কৌস্তভদীপ্ত আচার্য জানান, মেয়েটিকে ডেকে নিয়ে অপহরণ করা হয়৷ সেই সময় ওই নাবালিকার আট বছরের এক ভাই তৃতীয় শ্রেণির ছাত্র দেখে ফেলেছিল ওই অপহরণকারীকে৷ এসডিপিও বলেন, "আমরা সিআইডির সাহায্য নিয়েছি৷ ওই শিশুর মুখ থেকে চেহারার বর্ণনা শুনে সিআইডির শিল্পীরা ছবি আঁকেন৷ ছবি দেখে শিশুটি তাকে চিন্হিত করে৷ এরপর আসামির খোঁজে পুলিশ বিভিন্ন্ এলাকায় তল্লাশি চালায়৷"
পুলিশ জানিয়েছে, ছবি দেখে ৩০ বছর বয়সি ট্রাক চালক বিদ্যুত্ আচার্যকে পুলিশ শনাক্ত করে ফেলে৷ নিহত ছাত্রীর বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরেই ট্রাক চালকের বাড়ি৷
গোপন সূত্রে খবর পেয়ে চাঁচোলের তরলতলায় হানা দেয় পুলিশ৷ সেখানেই সুমিত চক্রবর্তী নামের এক আত্মীয়র বাড়িতে সে লুকিয়ে ছিল৷ সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়৷