ছবি এঁকে ‘খুনি' ধরল পুলিশ

বিডি.টুনসম্যাগ.কম টুনসম্যাগ ডেস্ক :  মাত্র আট বছরের বালকের মুখ থেকে চেহারার বিবরণ শুনে ছবি আঁকেন সিআইডির শিল্পীরা৷ আর সেই ছবি দেখেই বু...

বিডি.টুনসম্যাগ.কম

টুনসম্যাগ ডেস্ক : মাত্র আট বছরের বালকের মুখ থেকে চেহারার বিবরণ শুনে ছবি আঁকেন সিআইডির শিল্পীরা৷ আর সেই ছবি দেখেই বুধবার পুলিশ গ্রেফতার করতে পেরেছে ভারতের চাঁচোলের নাবালিকা ছাত্রী খুনের ঘটনার একমাত্র অভিযুক্তকে৷ 
আসামির নাম বিভাজন ওরফে বিদ্যুত্‍ আচার্য৷ পেশায় ট্রাক চালক৷ আসামির বাড়ি চাঁচোলের কলিগ্রামের মধ্যপাড়ায় বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক কৌস্তভদীপ্ত আচার্য৷ এক সপ্তাহের মধ্যেই সিআইডির গোয়েন্দাদের সাহায্য নিয়ে ছাত্রী খুনের রহস্যের কিনারা করা সম্ভব হয়েছে বলে চাঁচোলের এসডিপিও জানিয়েছেন৷ 
পুলিশ সূত্রের খবর, গত ১৬ ডিসেম্বর বিকেলে ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হয় কলিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুলতানা পারভিন (১২)৷ পরের দিন বিকেলে কলিগ্রামের বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হরিশ্চন্দ্রপুর থানার ঝাপড়ার কাছে ৮১ নম্বর জাতীয় সড়কের ধারের একটি কলাবাগান থেকে ওই নাবালিকার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়৷ দেহ পাওয়া যায় কানকাটা ও নগ্ন অবস্হায়৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান করেছিল, মেয়েটিকে অপহরণ করে ধর্ষণের পর খুন করা হয়েছে৷
এদিন এসডিপিও কৌস্তভদীপ্ত আচার্য জানান, মেয়েটিকে ডেকে নিয়ে অপহরণ করা হয়৷ সেই সময় ওই নাবালিকার আট বছরের এক ভাই তৃতীয় শ্রেণির ছাত্র দেখে ফেলেছিল ওই অপহরণকারীকে৷ এসডিপিও বলেন, "আমরা সিআইডির সাহায্য নিয়েছি৷ ওই শিশুর মুখ থেকে চেহারার বর্ণনা শুনে সিআইডির শিল্পীরা ছবি আঁকেন৷ ছবি দেখে শিশুটি তাকে চিন্হিত করে৷ এরপর আসামির খোঁজে পুলিশ বিভিন্ন্ এলাকায় তল্লাশি চালায়৷" 
পুলিশ জানিয়েছে, ছবি দেখে ৩০ বছর বয়সি ট্রাক চালক বিদ্যুত্‍ আচার্যকে পুলিশ শনাক্ত করে ফেলে৷ নিহত ছাত্রীর বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরেই ট্রাক চালকের বাড়ি৷
গোপন সূত্রে খবর পেয়ে চাঁচোলের তরলতলায় হানা দেয় পুলিশ৷ সেখানেই সুমিত চক্রবর্তী নামের এক আত্মীয়র বাড়িতে সে লুকিয়ে ছিল৷ সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়৷

এই বিভাগে আরো আছে

সংবাদ 4200901744097681788

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- bangla@toonsmag.com এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item