ঝিলমিলের চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিডি.টুনসম্যাগ.কম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ঝিলমিল শিশু কিশোর একাডেমী ব্রাহ্মণবাড়িয়া এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২দিন ব্যাপী শি...

বিডি.টুনসম্যাগ.কম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ঝিলমিল শিশু কিশোর একাডেমী ব্রাহ্মণবাড়িয়া এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২দিন ব্যাপী শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে চিত্রঙ্কন ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে দি আলাউদ্দিন সঙ্গিতাঙ্গনে শিশু কিশোর সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন করেন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ঝিলমিল উপদেষ্টা কবি আবদুল মান্নান সরকার।

সকালে ভাষা চত্তরে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিশু সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু। সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দি আলাউদ্দিন সঙ্গিতাঙ্গনের অধ্যক্ষ ওস্তাদ হেলাল উদ্দিন, সংঙ্গীত প্রশিক্ষক পাপিয়া চৌধুরী, সংঙ্গীত প্রশিক্ষক রুনাক সুলতানা পারভিন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ বাবুল মিয়া, প্রবাল বনিক, ও শুভ।

এর আগে বৃহস্পাতিবার (১৮ ডিসেম্বর) বিকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তি প্রশিক্ষক বাছির দুলাল, আবৃত্তি শিল্পী হাবিবুর রহমান পারভেজ ও আবৃত্তি শিল্পী সানজিয়া আফরিন। প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, ঝিলমিলের সাবেক সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী। 
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের ২০ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের এডিটরিয়াল কনসালটেন্ট সানাউল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিলমিল উপদেষ্টা কবি আবদুল মান্নান সরকার।

এই বিভাগে আরো আছে

সংবাদ 8685377669175915096

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- bangla@toonsmag.com এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item