বিজয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিডি.টুনসম্যাগ.কম দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দিনাজপুর : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনা...

বিডি.টুনসম্যাগ.কম
দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী

দিনাজপুর : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন, সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগিতা এবং দেশাত্ববোধক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
প্রতিযোগিতায় প্রায় ৫ শতাধীক শিশু অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ : মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের পশ্চিম দেওভোগ নাগবাড়ি মাঠে নতুন দিগন্ত পাঠাগারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শামসুল আলম আজাদ।

সংগঠানের সভাপতি মনোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন, জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ জান্নাতুল ফেরদৌস, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, সাপ্তাহিক বিষের বাঁশির সম্পাদক সুভাষ সাহা, কাশিপুর ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার নুর জাহান বেগম লতা প্রমুখ। 

শিক্ষক বাবুল কৃষ্ণ সাহার পরিচালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, জিয়াউর রহমান জয়, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, রুহুল আমীন, শেখ হাসান রনি। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বগুড়া : মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। 

সোমবার (১৫ ডিসেম্বর) চার বিভাগে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিইউজে সভাপতি এএইচএম আখতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু।

বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, প্রতিযোগিতার বিচারক বেলাল আহম্মেদ প্রমুখ। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।


ময়মনসিংহ : ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার শাহাজাদা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, এ্যাপোলো ইন্সস্টিটিউট অব কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লা চৌধুরী, ভালুকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন জাহান, শাপলা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক শওকত আলী ও চিত্রাঙ্কন উপকমিটির সদস্যবৃন্দ।

প্রতিযোগিতায় তিনটি গ্রুপে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার।

এই বিভাগে আরো আছে

সংবাদ 9049516768883511074

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item