তিনটি ছড়া

বিডি.টুনসম্যাগ.কম জার্নি জগলুল হায়দার সক্রেটিসে অর্ডার দিলে জেনোফোনের দোকানে প্লেটো বলে এরিস্টটল নে তো লিচুর ঝোঁকা নে। জুলজি...

বিডি.টুনসম্যাগ.কম

জার্নি
জগলুল হায়দার

সক্রেটিসে অর্ডার দিলে জেনোফোনের দোকানে
প্লেটো বলে এরিস্টটল নে তো লিচুর ঝোঁকা নে।
জুলজিতে সাইড মাইরা তাই ধরে সে বোটানি
তার চেয়ে কি পিথাগোরাস আরো বেশি মোটা নি?

পাতলা মোটা যা কিছু হোক আর্কিমিডিস ভাসাবে
টলেমী কি নিচ্ছে তবে বাদামতলি বাসা বে?
ঘুরছে মাথা ব্রুনোর শুনে কোপার্নিকাস আইসা
এসব নিয়া গ্যলিলিওরে ধরলো ভীষণ ঠাইসা।

গ্যালিলিও দুনোমুনো পোপরে দেখে ভয়ার্ত
এই জাগাতে তাই মেলে না চণ্ডীদাসের পয়ার তো।
চণ্ডীদাসের খবর পেয়ে আপেল আনে নিউটনে
হেমন্তকাল শীতের আমেজ সঙ্গে মেরিল কিউটও নে।

বহুজাতিক কিরিম থুইয়া দেশিগুলাই মাখাবি
মেঘনাথের মেঘ এসে কয় ভিনদেশে কেন তাকাবি?
তাকাবি তয় পণ্যে তো নয়, জ্ঞানগরিমার তালাসে
এই ইস্যুতে সাপোর্ট দিতে হিউয়েন সাঙও কাল আসে।

হিউয়েন সাঙয়ের খবর পেয়ে চুপ কি থাকে বতুতা
সেই খুশিতে শালিক নাচে গায় যে টিয়া ও তুতা।
তুতার বদল তোতা শুনেই ধমকে বলে চামস্কি
ভাষা বাহন যোগাযোগের, মানুষ ভাষার চামচ কি?

নয়রে চামচ সেই কথাটাই বলছে অধম হায়দারে
শুদ্ধ (?) জিনিস চাপাই' দেবার তবু কতো কায়দারে।
শুদ্ধ-শুদ্ধ- অশুদ্ধ এই ধারণাটাই মচকাবে
নিজের জবান বর্গা দিয়া আর কতো কাল লস খাবে?

চিরটাকাল সইবে তবু সেই সে লসের গুত্তা কি
নিজের উপর ঈমান এনে হও না এবার মুত্তাকি।
নয় তো এ লস পুষবে কি আর মার্ক্স এডামের থিউরিতে
থাকতে হবে সারা জীবন ফিয়ার এবং ফিউরিতে।

হেরোডেটাস ভারত আঁকে ভারত কিন্তু চীন না
এই কথাতে সাপোর্ট জানায় গান্ধী মুজিব জিন্না।
ইউক্লিডের সরল রেখাই সবচে জটিল এখানে
ছাপবি যদি এই ব্যাপারে রামানুজের লেখা নে।

ইসাবেলার ইচ্ছা ভাসে নীল সাগরের পানিতে
লোভের ভাগে ডাচ হার্মাদ পিছে আসে তা নিতে।
কলম্বাসে কল্কি টেনে ধরিয়ে দিলো গামাকে
ম্যাগিলেনও মজলো শেষে পাগলা নেশার তামাকে।

কোয়ান্টমের কূলে আইসা স্টিং তত্ত খাড়াইলো
দুঃখ লাগে লেবানিজের নামটা পুরা হারাইলো।
হ্যাভেল সাবের যন্ত্রে দেখি গ্যালাক্সি বাস ছুটতেছে
টিকেট কেটে নেবুলারা সেই বাসে সব উঠতেছে।

আইনস্টাইন চাল্লু আবার তাই তো আলোর গতিতে
সময়টাকে চাচ্ছে নিতে জার্নি করে অতীতে।
সেই সময়ের সঙ্গা নিয়া হকিন্স এখন হাঁপাচ্ছে
এভরিথিংয়ের তত্তে যে তার হুইল চেয়ার লাফাচ্ছে।

জেরুজালেম রোম কাশি আর শাক্যমুনির গয়াতে
মানুষ আছে মানুষকে বল মাপবি তোরা কয় হাতে?
তাই তো মুসা যিশুর পরে মুহাম্মদের মক্কাতে
বিশ্ব খুঁজে কেন্দ্র নিজের নিজেরই সুরক্ষাতে।

 মশা মারা
আরিফ বিন নজরুল

মাঝ রাতে মশা টা
গুন গুন গাইছে,
'রাজা রাণী মানে না
তাজা রক্ত খাই' সে।

মশারির ফাঁক গলে
ঢুকে পড়ে সুযোগে,
ঘুম টাকে ভেস্তে দেয়
এই বারে বুঝ কে?

বার বার নিজে গালে
কষে দিচ্ছি চড় টা,
আধো ঘুমে হাতড়িয়ে
পাচ্ছি না ধড় টা।

কামানের গোলা মেরে
মেরে দেবো মশা কে,
তখনই বুঝবে মশা
ঘুম ছেড়ে বসা কে?

আলো জ্বেলে খুঁজে পেয়ে
মেরে দিছি যন্ত্রনা,
জোর গলায় বলতে পারি
মশা মারা মন্ত্র না।


ভুল করেছি
ফারুকুল ইসলাম

চেয়েছিলাম হতে আমি
রাজনীতিবিদ দেশে,
বলবে লোকে বেহায়া তাই
হওয়া হয়নি শেষে।

চেয়েছিলাম হতে আমি
একজন বড় ডাক্তার,
দিন-দুপুরে বলবে ডাকাত
বাদ দিলাম তাই এবার।

চেয়েছিলাম হতে আমি
জনসেবক পুলিশ,
জনসেবার ভার নিলাম না
বলবে লোকে ফুলিশ।

চেয়েছিলাম হতে আমি
সবার প্রিয় নায়ক,
এই চেহারায় কেমনে হব
নায়ক কিংবা গায়ক!

চেয়েছিলাম হতে আমি
বুদ্ধিজীবী কালু,
কেমনে হব বুদ্ধিজীবী
মাথায় নাই যে ঘিলু!

অবশেষে করলাম বিয়া
সুন্দরী এক পরী,
যৌতুক নিয়া এখন আমি
বৌয়ের জ্বালায় মরি।

বেহায়া আর ডাকাত-ফুলিশ
লোকে না হয় বলত,
আমার কথায় চলত লোকে
উঠাবসা করত।

থাকত টাকা ব্যাগে ভরা
গাড়ি-বাড়ি সবই,
এত সুযোগ ছেড়ে আমি
কষ্টে আছি খুবই।

এই বিভাগে আরো আছে

পঞ্চম বর্ষপূর্তি সংখ্যা 3820388239821771367

একটি মন্তব্য পোস্ট করুন

সঙ্গে থাকুন

জনপ্রিয়

সাম্প্রতিক

বৈশিষ্ট্যযুক্ত

বিশ্বসেরা ১০ কার্টুনিস্ট

শিল্পী রফিকুননবী সাধারণ মানুষের কাছে যতটা না তার ফাইন আর্টসের জন্য পরিচিত, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় তার ‘টোকাই’ কার্টুন চরিত্রের জন্য। এ ...

-

  • ফেসবুকে অনুসরণ করুন

    আঁকা-আঁকি আহ্ববান

    আপনার আঁকা, মজার মজার লেখা, ছবি আঁকার কলা-কৌশল, শিল্পীর জীবনী, প্রবন্ধ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অথবা প্রদর্শনীর সংবাদ টুনস ম্যাগে ছাপাতে চাইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল করুন- [email protected] এই ঠিকানায়।

    সহায়তা করুন

    item