অণুকাব্য!
বিডি.টুনসম্যাগ.কম ভালোবাসার অণুকাব্য ! ঈপ্সিতা চৌধুরী ভালোবাসা মানে মন্ত্রী মিনিস্টারের কাছে গদি- টাকা আর ক্ষমতা ! আমজনতার স...
https://bd.toonsmag.com/2014/11/blog-post_56.html
বিডি.টুনসম্যাগ.কম
ভালোবাসার অণুকাব্য !
ঈপ্সিতা চৌধুরী
ভালোবাসা মানে মন্ত্রী মিনিস্টারের কাছে
গদি- টাকা আর ক্ষমতা !
আমজনতার সাথে তাদের
তাইতো থাকে না কোন সমতা!
ভালোবাসা মানে ঘুষখোরের কাছে
টাকা- বাড়ী আর গাড়ী ...
তাই তো তাদের টেবিলে থাকে
ফাইল পত্র সারি সারি!
ভালোবাসা মানে দুর্নীতিবাজদের কাছে
পদ্মা সেতুর টাকা ...
সেতু হয়নি বয়ে চলেছে
পদ্মা সেতু একা...!
ভালোবাসা মানে ভেজালীদের কাছে
ফরমালিন- ই সেরা...
শাক- সবজি, ফল- ফ্রুটস তাই
রঙ দিয়ে শুধু ঘেরা !
ভালোবাসা মানে পুলিশের কাছে
রাতের মাল ভর্তি ট্রাক
ঘুষের টাকায় বাড়ী বানানো
আর ভুড়ি নিয়ে কুপোকাত !
ভালোবাসা মানে ডাক্তারের কাছে
মাইনরকে মেজর বানানো
অ্যাপেন্ডিক্স অপারেশনকে তাই
টিউমার বলে চালানো...।।
ভালোবাসা মানে বাড়ীওয়ালার কাছে
ঘন ঘন বাড়ী ভাড়া বাড়া
ভাড়া দিতে না পারলে তারা
ভাড়াটিয়াকে করে বাড়ী ছাড়া...!
ক্যান্ডি কাব্য
মাহবুবা নাছরিন শিশির
খুব তোমাকে পড়ছে মনে
যেন মনে করার পালা ,
ভুলতে চাই যখন ভাবি
তুমি পাশে মানেই জ্বালা ॥
আমার কাছে এলেই পরে
শুরু কর দুষ্টমি ,
ভাল্লাগেনা তোমার ওসব
এলো মেলো পাগলামি।
তোমার প্রানে তোমার গানে
কতো মেয়ের ছবি,
তোমার হ্রদয় রানি হবো
এই তো মনে হবি।
তোমার প্রেমের দোলা দিলে
আমার মনের সাদা নায়ে,
রং ছোঁয়ালে মনের পালে
ঢেউ জাগালে সপ্নের গাঁয়ে॥