টুথপেস্টে আঁকা ছবি
বিডি.টুনসম্যাগ.কম টুথপেস্টে ছবি আঁকার কথা শুনে অনেকেই হয়তো অবাক হবেন। ব্যাপারটা অবাক হওয়ার মতই। এর আগে অনেকেই এমন প্রতিভার কথা হয়তো জান...
https://bd.toonsmag.com/2014/11/blog-post_14.html
বিডি.টুনসম্যাগ.কম
টুথপেস্টে ছবি আঁকার কথা শুনে অনেকেই হয়তো অবাক হবেন। ব্যাপারটা অবাক হওয়ার মতই। এর আগে অনেকেই এমন প্রতিভার কথা হয়তো জানেননি। টুথপেস্টে ছবি আঁকার মতো ব্যাপার অবাক করলেও অসম্ভব নয়।
টুথপেস্টে ছবি আঁকার কথা শুনে অনেকেই হয়তো অবাক হবেন। ব্যাপারটা অবাক হওয়ার মতই। এর আগে অনেকেই এমন প্রতিভার কথা হয়তো জানেননি। টুথপেস্টে ছবি আঁকার মতো ব্যাপার অবাক করলেও অসম্ভব নয়।
টুথপেস্ট দিয়ে সেলিব্রিটিদের পোর্ট্রেট আঁকেন মেক্সিকান আর্টিস্ট ক্রিস্টিয়াম রামোস। অভিনেতা রবিন উইলিয়ামস ও এমা ওয়াটসন, গায়ক মাইলি সাইরাস, লেডি গাগা এবং স্যার এলটন জনের পোর্ট্রেট ইতিমধ্যে টুথপেস্ট দিয়ে একেছেন রামোস। ৩৪ বছর বয়স্ক এ শিল্পী বলেন, টুথপেস্ট ব্যবহার করে পোর্ট্রেট আঁকা সহজ মনে হলেও, ব্যাপারটা অনেক কঠিন। এর কারণ টুথপেস্ট একটুতেই জমে যায়। এছাড়া এর গন্ধটাও বিরক্তিকর।