আমাদের দেশ
বিডি.টুনসম্যাগ.কম আমাদের দেশ রবিউল কমল নিমপাতা শিমপাতা মিলে হলো কবি বাবলার ফুলগুলো এঁকে যায় ছবি। দোয়েলের শিষ আর শ...
https://bd.toonsmag.com/2014/11/83.html
বিডি.টুনসম্যাগ.কম
আমাদের দেশ
রবিউল কমল
নিমপাতা শিমপাতা মিলে হলো কবি
বাবলার ফুলগুলো এঁকে যায় ছবি।
দোয়েলের শিষ আর শালিকের গান
ঘাটে বসে মাছরাঙা করে যায় ধ্যান।
ফড়িঙেরা দলবেঁধে উড়ে যায় ঘাসে
রাত এলে জোনাকিরা মিটিমিটি হাসে।
লাউগুলো ঝুলে থাকে ডালিমের ডালে
বকগুলো সারি বেঁধে ওড়ে পালে-পালে।
শালুকেরা বাস করে দিঘী আর ঝিলে
পুঁটি মাছ খেলা করা জল ভরা বিলে।
আমাদের দেশটা যে রূপে অপরূপ
পৃথিবীর এক কোণে গড়ে ওঠা কূপ।