হিটলারের আঁকা ছবি নিলামে
বিডি.টুনসম্যাগ.কম জার্মানির পুরনো রেজিস্ট্রি ভবনটি ক্যানভাসে জলরঙে চিত্রিত করেছিলেন হিটলার। ১৯৪১ সালে এটি আঁকেন তিনি। ক্রেতাদের অতি চাহি...
https://bd.toonsmag.com/2014/11/22.html
বিডি.টুনসম্যাগ.কম
টুনস ম্যাগ ডেস্ক: জার্মানির কুখ্যাত একনায়ক অ্যাডলফ হিটলারের কিশোর বয়সে আঁকা ছবি নিলামে উঠছে। আজ শনিবার এই ছবির নিলাম হবে। ৬০ হাজার ডলারের বেশি মূল্যে বিক্রি হতে যাচ্ছে এই ছবি।
জার্মানির নুরেমবার্গে নিলামটি হবে। নিলামকারী প্রতিষ্ঠানের মালিক ক্যাথরিন ওয়েইল্ডার জানান, ছবিটির সম্ভাব্য ক্রেতারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন। তবে এদের বেশিরভাগই ইউরোপের বাইরের।
তিনি বলেন, ‘আমেরিকা, জাপান ও এশিয়ায় ছবিটির প্রতি বেশ আকর্ষণ আছে। তবে তাদের সবাই শেষ পর্যন্ত নিলামে ব্যক্তিগতভাবে হাজির হবেন কি-না, আমি জানি না।’
এ প্রতিষ্ঠান এর আগে হিটলারের আঁকা পাঁচটি ছবি নিলামে বিক্রি করেছে। যেগুলোর মূল্য উঠেছিল ছয় হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত।
টুনস ম্যাগ ডেস্ক: জার্মানির কুখ্যাত একনায়ক অ্যাডলফ হিটলারের কিশোর বয়সে আঁকা ছবি নিলামে উঠছে। আজ শনিবার এই ছবির নিলাম হবে। ৬০ হাজার ডলারের বেশি মূল্যে বিক্রি হতে যাচ্ছে এই ছবি।
জার্মানির নুরেমবার্গে নিলামটি হবে। নিলামকারী প্রতিষ্ঠানের মালিক ক্যাথরিন ওয়েইল্ডার জানান, ছবিটির সম্ভাব্য ক্রেতারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন। তবে এদের বেশিরভাগই ইউরোপের বাইরের।
তিনি বলেন, ‘আমেরিকা, জাপান ও এশিয়ায় ছবিটির প্রতি বেশ আকর্ষণ আছে। তবে তাদের সবাই শেষ পর্যন্ত নিলামে ব্যক্তিগতভাবে হাজির হবেন কি-না, আমি জানি না।’
এ প্রতিষ্ঠান এর আগে হিটলারের আঁকা পাঁচটি ছবি নিলামে বিক্রি করেছে। যেগুলোর মূল্য উঠেছিল ছয় হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত।