৫ বছর বয়সী শিশুর অবিশ্বাস্য আঁকাআঁকি
বিডি.টুনসম্যাগ.কম রঙ তুলির ছোয়ায় ছবি আঁকায় ব্যস্ত আইরিস গ্রেস অবিশ্বাস্য প্রতিভার অধিকারী শিশুটির নাম আইরিস গ্রেস, বাড়ি যুক্তরাজ্যে। ...
https://bd.toonsmag.com/2014/09/blog-post_84.html
বিডি.টুনসম্যাগ.কম
অবিশ্বাস্য প্রতিভার অধিকারী শিশুটির নাম আইরিস গ্রেস, বাড়ি যুক্তরাজ্যে। বয়স মাত্র পাঁচ বছর। এই বয়সেই ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছে শিল্পবোদ্ধাদের। তার রঙের ব্যবহার আর বিমূর্ত চিত্রকল্পে তারা রীতিমতো বিস্মিত!
আইরিসের বয়স পাঁচ হলেও সে এখনও ঠিকভাবে কথা বলতে পারে না। যেখানে স্বাভাবিক ভাবে বাচ্চারা দুই বছর বয়সের মধ্যেই কথা বলা শিখে ফেলে।
এ বিষয়ে চিকিৎসকদের মত, আইরিস একজন অটিস্টিক চাইল্ড বা বিশেষ শিশু। জন্মের পর থেকেই অটিজমের উপসর্গগুলো তার মধ্যে লক্ষ্য করা যায়।
আইরিসকে নিয়ে তার মা আরাবেলা কার্টার-জনসন বলেছেন, আমরা সবসময় আইরিসকে ছবি আঁকতে উৎসাহ দিই। আর ও এটা ভীষণ ভালোবাসে! কখনোই আমরা তাকে আলাদা বা অন্যরকম কিছু ভাবি না।
রঙ তুলির ছোয়ায় ছবি আঁকায় ব্যস্ত আইরিস গ্রেস |
অবিশ্বাস্য প্রতিভার অধিকারী শিশুটির নাম আইরিস গ্রেস, বাড়ি যুক্তরাজ্যে। বয়স মাত্র পাঁচ বছর। এই বয়সেই ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছে শিল্পবোদ্ধাদের। তার রঙের ব্যবহার আর বিমূর্ত চিত্রকল্পে তারা রীতিমতো বিস্মিত!
আইরিসের আঁকা একটি মাস্টার পিস! |
আইরিসের বয়স পাঁচ হলেও সে এখনও ঠিকভাবে কথা বলতে পারে না। যেখানে স্বাভাবিক ভাবে বাচ্চারা দুই বছর বয়সের মধ্যেই কথা বলা শিখে ফেলে।
এ বিষয়ে চিকিৎসকদের মত, আইরিস একজন অটিস্টিক চাইল্ড বা বিশেষ শিশু। জন্মের পর থেকেই অটিজমের উপসর্গগুলো তার মধ্যে লক্ষ্য করা যায়।
আইরিস গ্রেস |
আইরিসকে নিয়ে তার মা আরাবেলা কার্টার-জনসন বলেছেন, আমরা সবসময় আইরিসকে ছবি আঁকতে উৎসাহ দিই। আর ও এটা ভীষণ ভালোবাসে! কখনোই আমরা তাকে আলাদা বা অন্যরকম কিছু ভাবি না।