ময়মনসিংহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফাইল ফটো বিডি.টুনসম্যাগ.কম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১১ আগস্ট সোমবার দ...
https://bd.toonsmag.com/2014/08/blog-post_58.html
ফাইল ফটো |
বিডি.টুনসম্যাগ.কম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১১ আগস্ট সোমবার দুপুরে ময়মনসিংহ এলজিইডি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ, শোকার্ত স্বদেশ ও বুক তার বাংলাদেশের হূদয়— এই তিনটি বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এলজিইডি পরিবারের ৪৫ শিক্ষার্থী অংশ নেয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ময়মনসিংহ এ প্রতিযোগিতার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে এলজিইডি ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন।
এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী একেএম ইসমত কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান ও সহকারী প্রকৌশলী মো. শাহ নেওয়াজ প্রমুখ।
উল্লেখ্য, জেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারীরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।