শোক দিবসে বগুড়া ও নওগাঁয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিডি.টুনসম্যাগ.কম : শাজাহানপুর (বগুড়া) : শোক র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বগুড়া...
https://bd.toonsmag.com/2014/08/blog-post_32.html
বিডি.টুনসম্যাগ.কম : শাজাহানপুর (বগুড়া) : শোক র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও স্কুল-কলেজ-মাদ্রাসা পৃথক পৃথক ভাবে দিবসটি উদ্যাপন করে।
নওগাঁ : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় এলজিইডির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এলজিইডি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্ধোধন করেন নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার দাস। জেলার ১১টি উপজেলা থেকে এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক কায়েস উদ্দিন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।