জাতীয় শোক দিবসে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি : সংগৃহীত। বিডি.টুনসম্যাগ.কম : যথাযথ মর্যাদার সঙ্গে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ত...

https://bd.toonsmag.com/2014/08/blog-post_0.html
![]() |
ছবি : সংগৃহীত। |
বিডি.টুনসম্যাগ.কম : যথাযথ মর্যাদার সঙ্গে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী 'জাতীয় শোক দিবস' পালন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাজশাহী জেলা সহকারী তথ্য কর্মকর্তা নাফেয়ালা ইসলাম টুনস ম্যাগ বাংলাকে জানিয়েছেন, কর্মসূচির মধ্যে সকালে শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর জীবনীর ওপর কবিতা পাঠ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৫ আগস্ট ভোর থেকে রাজশাহীর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে থাকবে। এদিন সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” থেকে পাঠ করা হবে।
এরপর আলোচনা সভা, ফাতেহা পাঠ ও দোয়া পরিচালনা করা হবে। শেষে কবিতা পাঠ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।